হোম

পৃষ্ঠা

লিটারেচার আত্মপ্রকাশ সংখ্যা

 প্রকাশিত হলো সাহিত্যের কাগজ লিটারেচার অমিত কুমার কুন্ডু সম্পাদিত ঈদ সংখ্যায় প্রকাশিত হলো অনেক খ্যাতিমান লেখকদের লেখা। তার এই প্রকাশনার মাধ্যমে সাহিত্যের নতুন একটি পত্রিকার যাত্রা শুরু হলো





 অন্তে আছি


আমি এখন অনেক দূরে, অনেক ভীড়ে,

সহজে দৃশ্যমান নয়।

কালকে আবার আর একটা মিছিলে,

তাই তো আমার এমন আড়াল,

এমন সংগোপন।

তুমি বলবে-সুবিধাবাদী, হয়তো

তবে সুবিধাভোগী নয়তো।

হ্যা, সুবিধা পাওয়ার জন্যে আসা, এইতো?

কে নেয়নি বলো তো ভাই?

যাদের আছে কোটি কোটি,

উপর তলায় হাঁটা হাঁটি,

কতকটা কর দিতে ফাঁকি,

কিংবা কিছু হাতিয়ে নেয়ার তাল,

আমার বেলায় সব গোলমাল?

তাদের স্্খ্যা সামান্য জন,

কি্্ মেকার, ঘটান অনেক অনেক ঘটন,

সেই সুবাদে ঐ ওনারা ওদের আত্মজন।

এ সবেতে কোন দোষ নেই,

দোষটা শুধুই আমার বেলায়,

কারণ আমি অন্তে থাকি

কেবল অনর্থ:জন?


নিবেদনে-দিব্যেন্দু বিকাশ জানা