হোম

পৃষ্ঠা

ত্রিলোচন সাহিত্য ভুবনের অপ্রৌধা সম্পাদক ও লেখক শুভ জিত দত্তের জন্মদিনে শুভেচ্ছা

 

ত্রিলোচন সাহিত্য ভুবনের অপ্রৌধা সম্পাদক ও লেখক শুভ জিত দত্তের জন্মদিনে শুভেচ্ছা



বাংলা সাহিত্যের তরুণ লেখক ও ত্রিলোচন সাহিত্য ভুবনের অপ্রৌধা সম্পাদক শুভ জিত দত্ত-এর জন্মদিন আজ। এ উপলক্ষে ত্রিলোচন সাহিত্য ভুবনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

শুভ জিত দত্ত সাম্প্রতিক সময়ে বাংলা সাহিত্য অঙ্গনে এক সম্ভাবনাময় নাম হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর লেখনীতে উঠে আসে মানুষের জীবনের অন্তরঙ্গ অনুভূতি, সমাজবাস্তবতা, সময় ও সম্পর্কের গভীর পাঠ। তরুণ লেখকদের নিয়ে কাজ করাতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।

ত্রিলোচন সাহিত্য ভুবনের সম্পাদকমণ্ডলী জানান, অপ্রৌধা সম্পাদক হিসেবে শুভ জিত দত্ত অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সাহিত্যচর্চাকে তিনি শুধু ব্যক্তি-আবেগ নয়, বরং সামাজিক দায়িত্ব ও সাংস্কৃতিক উন্নতির অংশ হিসেবে বিবেচনা করেন। তাঁর সম্পাদকীয় নেতৃত্বে পত্রিকাটি নতুন গতিতে এগিয়ে চলেছে বলেও জানান তাঁরা।

জন্মদিনে তাঁর দীর্ঘ সাহিত্যযাত্রা, সুস্বাস্থ্য এবং সৃজনশীলতার আরও বিকাশ কামনা করেছে ত্রিলোচন সাহিত্য ভুবন।