ত্রিলোচন সাহিত্য ভুবন হলো দুই বাংলার লেখকদের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা 'অপ্রৌধা'-এর দাপ্তরিক অনলাইন প্ল্যাটফর্ম। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় নতুন গল্প, কবিতা, প্রবন্ধ ও সাহিত্য আলোচনা। সম্পাদক: কবি শুভ জিত দত্ত।
হোম
▼
পৃষ্ঠা
▼
ভালোবাসা, তোমায় দিলাম -শর্মিষ্ঠা দিবসরাতি শান্ত ঘরের কোণে, উদাস দৃষ্টি সুদূর দিগন্তেই- ভালোবাসা, আজকে প্রেমের দিনে; হৃদয় সেঁচে এই উপহার দিই।
দুঃসাহসিক প্রেমের অভিযানে, বিশ্বহৃদয় তোমার হবে জানা। সব শেষে এই ঘরেই ফিরবে জানি, ভালোবাসা, তোমায় দিলাম ডানা।
No comments:
Post a Comment