হোম

পৃষ্ঠা


ভালোবাসা, তোমায় দিলাম
-শর্মিষ্ঠা
 দিবসরাতি শান্ত ঘরের কোণে,
উদাস দৃষ্টি সুদূর দিগন্তেই-
ভালোবাসা, আজকে প্রেমের দিনে;
হৃদয় সেঁচে এই উপহার দিই।
দুঃসাহসিক প্রেমের অভিযানে,
বিশ্বহৃদয় তোমার হবে জানা।
 সব শেষে এই ঘরেই ফিরবে জানি,
ভালোবাসা, তোমায় দিলাম ডানা।

No comments:

Post a Comment