হোম

পৃষ্ঠা

হ্যায় প্রেম
মেহেদী হাসান বাবু
তোমরা ছুয়োনা আর আমায় হে আবেগ,,
জোড় হাত করি মিনতি,,
এই বিরহ হয় যেন জীবনের শেষ নিয়তী
 জেগে ওঠো হে বিবেক
প্রেমের দহনে জ্বলছে সর্বাঙ্গে,,
ভালোবাসার আগুনে আগুনে ছাই
 স্মৃতির চিতায় শুয়ে দেখি স্বপ্নের সঙ্গী নাই,,
শুধু আমি বিরহের গাঙ্গে
আহত হৃদয়ের নিহত চিত্ত
 হলোনা প্রেমের ঠাই,,
প্রেম হুতাশন বিনা সাধের সঙ্গী নাই
 শুধু আমি যাতনার ভৃত্য
জেনে শুনে হাসিমুখে করেছি বিষপান
 ভালোবাসার প্রভাবে হতো আমৃত,,
আজ আমি প্রায়শই মৃত
 এ হলো আমার প্রেমের অবসান


Tumpa Datta

একলা পথে আমি
একলা পথে চলছি আমি অজানাপথে
 জানিনা কাউকে পাবো কিনা এই পথে।
 জানিনা কত পথ চলতে হবে একা একা
 কেউ কি আসবেনা
 আমার এই পথে
 পাশে থেকে হাটবেনা আমার সাথে
 কেউ কি বলবেনা
 চলো না দুই জনে হারিয়ে যায়
 এই পথ ধরে।।

নষ্ট মেয়ের নষ্ট ই মেল
- শর্মিষ্ঠা
 প্রাণের হারু,
খুব জরুরী খবর জানাতে এই আর্জেন্ট ই মেল। আমি গত তিনমাস পিরিয়ড মিস করেছি। গতকাল ঘরে প্রেগকালার টেস্ট করেছি। পজিটিভ। আজ ডাক্তারের কাছে গিয়ে কনফার্ম হব।
 তোকে এটাও জানাতে চাই যে, গত খ্রিস্টমাস ইভের রাত আমি আমার এপার্টমেন্টে আমার পঞ্চপান্ডবের সঙ্গে চুড়ান্ত যথেচ্ছাচারে কাটিয়েছি। পাঁচ পাঁচটি ভরাট যৌবন আমার চরণে পূজার অর্ঘের মত নিবেদিত হয়েছে আরাধ্যার প্রতি মুগ্ধতায়। তোর বাড়ির কারুর মত কেলেকুচ্ছিৎ বলে নাক সিঁটকোয় নি তারা। আর একজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে শুকনো মুখে মাথা নীচু করে দূরে সরে গেছে আমারই ইচ্ছাকে সম্মান জানিয়ে। যে ভাবে একদিন আমাকে বাড়িতে একা পেয়ে তোর ভগিনীপতি গায়ের জোরে আমাকে কুটিকুটি করে ছিঁড়ে ফেলেছিল, এ দেশের মানুষগুলো বোধকরি স্বপ্নেও ভাবতে পারে না। আর সে দিনের পর আমার শরীরটাকে প্রতি দিনে রাতে যখন খুশি তুই আমার ইচ্ছার বিরুদ্ধে ছিঁড়ে খেয়েছিস। নেশার ঘোরে একদিন আমাকে বহুগামিনী বেশ্যা বলতে বাধে নি তোর।
 হারু, তুই আমার সেই খিচুড়ির স্কুলের বন্ধু। সেই তখন থেকে যত রাজ্যের ভাললাগা, খারাপলাগা সব আমি আগে তোর সঙ্গে শেয়ার করেছি। রাস্তায় কোনও লোক কোনওদিন অসভ্যতা করেছে জানতে পারলে তুই চেপে যেতে বলেছিস। আমিও নতুন করে হ্যারাসমেন্টের ভয়ে সব চেপে গেছি। দোষের মধ্যে এইচ এসের পর আমি ইঞ্জিনিয়ারিং য়ে চান্স পেয়ে তোর মত লো প্রোফাইলকে পাত্তা না দিয়ে দেবজিৎকে ফিট করে ফেলি। সেই দেবজিৎ আমার ভার্জিনিটি নিয়ে আমায় ছুঁড়ে ফেলে দেয়। আমার তখন পাগলের মত অবস্থা। কতকটা যেন দয়া করেই তুই আমার মত 'কেলেকিষ্টি মেয়েছেলে' কে বিয়ে করলি আমার বাবার কাছ থেকে প্রচুর নিয়ে। আবার মোটা মাইনের চাকরি পাওয়া মাত্র আমি, সেই কেলেকিষ্টি, একেবারে ও বাড়ির মেয়ে হয়ে গেলাম।
 হারু, গত দু মাস হল আমি তোকে ছেড়ে, দেশ ছেড়ে কোম্পানীর প্রোজেক্টের কাজে এই দূর বিদেশে। প্রথমবার মিস করার সময় দেশেই ছিলাম। এ কথা শুনে পাছে আটকাস, তাই চেপে গিয়েছিলাম।
 এ কথা হেয়াটসঅ্যাপে বললেও হত। এত বড় মেল অন্য কিছু বলতে।
 হারু, আমি আর এখান থেকে ফিরতে চাই না। স্বর্গ হোক বা নরক, বাকি জীবনটা এখানেই থেকে যেতে চাই। আমার রোজগারে কেনা নতুন ফ্ল্যাটটা তো তোর মায়ের নামে দলিল করে দিয়ে এসেছি। পেটেরটাকে যদি ক্লেম করিস, এক কথায় তোকে দিয়ে দেবো। (অবশ্য সে যদি আমার মত কালো মেয়ে হয়, কি হবে জানা নেই।) টাকার যখন যা দরকার বলিস, পাঠাবো। আর সম্পর্ক থেকে হাত ধুয়ে ফেলতে চাইলে কোর্টে যাস। মিউচুয়াল ডিভোর্স দিয়েই দেবো।
 সাবধানে থাকিস, তোর মা কে সুখবরটা দিয়ে দিস। আমার জন্য চিন্তা করে বিশেষ লাভ নেই। প্রমিস করছি এই অবস্থায় এ ক মাস কারুর সঙ্গে আর দুষ্টুমি করব না।
 ইতি
 তোর খুশি
টুম্পা দত্ত
গেথেছি নিজের হাতে বকুল ফুলের মালা তোমার জন্য,তুমি পড়বেতো মালা আমার হাতে।কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্যে মালা গেথে,তুমি আসছোনা কেন মালা যে শুকিয়ে গেল তোমারি অপেক্ষায় থেকে।তুমি কি আসবেনা পড়বেনা এই মালা,আমি কি অপেক্ষায় থাকবো হাতে নিয়ে মালা।।


সুমনা পাল > ‎:ত্রিলোচন সাহিত্য ভুবন:

(তন্দ্রাকাশ)——
-মেঘ দেখবা?
-না।
-আকাশ দেখবো চলো,তুমি আর আমি।
 চলো তোমাকে ছাদে নিয়ে যাই!
-না আমি ছাদে যাবো না।
 কোনোদিন না।
-কেনো?
-আমার ভালো লাগে না।
-আমার সাথেও যাবেনা?
-আমি একটু আকাশ দেখতে
 চেয়েছিলাম সেদিন।খুব যত্ন করে
 বলেছিলাম, আমাকে একটু আকাশ
 দেখাবা তন্দ্রা?
-আকাশে অনেক মেঘ আছে তাইনা
 দূতি?
-কে বলেছে তোমাকে?
-তন্দ্রা বলেছিলো।
-তন্দ্রা কে?
-কাছের কেও ছিলো।
-কেমন কাছের?
-আমার ভেতরটা ছিলো তন্দ্রা,আজও
 আছে,সারাজীবন থাকবে।
-ও তন্দ্রা তোমার ভালোবাসার মানুষ?
আর কি বলেছে তোমাকে?
-আমি কোনোদিন আকাশ
 ভালোবাসতাম না,বৃষ্টি ছুঁয়ে
 দেখিনি কখনও।চাঁদ উঠলে ঘরে বসে
 থাকতাম।কেনো জানি এসব ভালো
 লাগেনা আমার।আমি বরং ঘরের
 কোনে তন্দ্রার ছবি আঁকতাম। তন্দ্রাই
 ছিলো আমার আকাশ,পৃথিবী।
 আমার মনে হতো ওর মুখটাই প্রকৃতি।
 আমার সমস্ত ভালোলাগার নিখুঁত সৃষ্টি
 তন্দ্রা।
-তুমি ওকে অনেক ভালোবাসো?
-অনেক ভালোবাসতাম এখন আরো
 বেশি ভালোবাসি,পাগলের মতো।
-তোমার চশমাটা অনেক সুন্দর।
-তন্দ্রার দেওয়া।
-তোমার তন্দ্রা কোথায়?দেখাবে
 আমাকে?
-না।
-ওনার বাসার নাম্বার টা দাও।
-দিলেও যেতে পারবে না।
-কোথায় বলো একবার?
-ওর বাড়ি আকাশে।আমিও চলে যাবো
 ওর বাড়িতে।তন্দ্রা অপেক্ষা করছে
 আমার জন্য।
-এসব কি বলছো পাগলের মতো?
-পাগলের কষ্ট বুঝো দূতি?
পাগলদের অনেক কষ্ট জানো?কেও বুঝে
 না।
 সেদিন পাগলামী করেছিলাম তন্দ্রার
 সাথে।ওর মনটা ভীষন খারাপ ছিলো।
 ওর ফ্রেন্ডগুলো প্রায়ই আমাকে নিয়ে
 আজেবাজে কথা বলতো।ও আমাকে
 ধরে খুব কাঁদতো,খুব কাঁদতো।আমাকে
 বলতো:জয় তুমি এমন কেনো?কেনো তুমি
 আকাশ ভালোবাসো না?বৃষ্টি ছঁও
 না,চাঁদ দেখো না?
জানো সবাই আমার সামনে তোমাকে
 পাগল বলে।
-জানো দূতি আমার পাগলী তন্দ্রাটা
 বুঝতেই চাইতো না ওই আমার আকাশ।
 কত্তবেশি ভালোবাসি এই
 আকাশটাকে।
 আচ্ছা মানুষের তো মাথার উপর একটাই
 আকাশ,আর সেই আকাশ যদি আমি
 ভালোবাসার মানুষটিকে ভাবি
 ক্ষতি কি তাতে বলোতো?সবাইকে
 কি শুধু মাথার উপরের আকাশটাকেই
 ভালোবাসতে হবে প্রকৃতি ভেবে!
আমি না হয় এক পৃথিবীর মানুষকেই
 আকাশ ভাববো।আদর করে
 ভালোবাসবো।তন্দ্রা পাগলীটা শুধু
 অভিমান করতো ওর ফ্রেন্ডদের কথায়।
 একদিন কলেজ শেষে বাসাই এসে সে
 কি কান্না,ফোন দিয়ে বলছে:তুমি
 এখনি ছাদে আসো বৃষ্টিতে ভিজো,
একটু আকাশ দেখো।
 আমি সবসময় আকাশ দেখি, আমার
 তন্দ্রাকাশ।পাগলীটা বুঝে না।শুধু জেদ
 করে উল্লুক সব মানুষের কথায়।
-তারপর তুমি বৃষ্টিতে ভিজেছো?
-তন্দ্রা খুব কাঁদছিল তখন,চোখের জল
 মাটিতে পড়তে দেইনি,ঐ চোখের
 জলে বৃষ্টি ভেবে ভিজেছিলাম আমি।
 অনেক দিন রাগ করে ছিলো, কথা
 বলেনি।আমার অনেক কষ্ট হয়েছিল ওকে
 ছাড়া।আমি ঘরে বসে সারাক্ষন ওর
 ছবি এঁকেছি,চল্লিশখানা ছবি এঁকেছি
 আমার তন্দ্রাবতীর।
 সোমবার সকাল।ভাবলাম আজ তন্দ্রার
 কাছে যাবো।ভূলটা হয়তো আমারি।
 আমি আসলেই হয়তো কেমন!!
-তন্দ্রা বাগানে বসে আছে,মনটা
 খারাপ।
 আমি যেতেই ও একটুও অবাক ছিলো
 না,এই ক'দিন কিছুই হয়নি এমন মনে হচ্ছে।
 আমাকে আস্তে করে বলছে আমাকে
 একটু বুকে নিবা জয়?আমি একটু আকাশ
 দেখবো তোমার বুকে শুয়ে।
 আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম ও
 কি বলছে এসব!!
আমি বল্লাম ছাদে চলো আজ আমিও
 আকাশ দেখবো।
 তন্দ্রা আর ওর মধ্যেই ছিলো না
 সেদিন,আমার তন্দ্রাকাশে সেদিন
 কালো মেঘ ছিলো।
 আমরা ছাদে গেলাম আকাশ দেখতে।
 তখন সন্ধ্যা সাতটার মতো হবে।
 ছাদের সাইডে গিয়ে দাঁড়ালাম।
 তন্দ্রা বল্লো ঐ যে দেখো আকাশ
"""দেখতে পাচ্ছো?চাঁদটা দেখো কত
 সুন্দর।
 আচ্ছা জয় আকাশে কি করে যেতে হয়
 জানো?
-আমি জানতে চাই না।শুধু জানি আমি
 তোমাকে অনেক ভালোবাসি তন্দ্রা।
 আমাকে একটা চশমা দিলো তন্দ্রা,
চশমা পড়লে নাকি আমাকে বেশি
 ভালো লাগে।ওর হাতেই চশমাটা
 পড়লাম।
-ও এবার বলছে,ঐ যে দেখো আকাশে
 একটা বাড়ি,অনেক সুন্দর তাইনা জয়?
-আমি দেখতে পাচ্ছিলাম না,সব কেমন
 আবছা লাগছিল।সবকিছু কেমন নিস্তব্ধ।
 হঠাৎ,
আমি চশমাটা খুলতেই দেখি ও আর
 নেই,
আমার আকাশটা মাটিতে পড়ে গেছে
,আমি ওকে বাঁচাতে পারিনি দূতি!
আমি আর কোনোদিন আকাশ দেখবো
 না,ঐ দূরের আকাশটা আমার নিজের
 তৈরি আকাশটাকে ছিনিয়ে
 নিয়েছে।
 সেদিন তো পা পিছলে আমার পরার
 কথা ছিলো,মাথার উপরের আকাশটা
 বড্ড খারাপ।বড্ডবেশি নির্দয়।
 আকাশ আমি ঘেন্যা করি
 তোমাকে,কোনোদিন আমি
 তোমায় ভালোবাসবো না।
——ফিরে এসো তন্দ্রা,
আমার আকাশে একটা সুন্দর বাড়ি
 বানাবো তোমার জন্য।

ধরণী, দ্বিধা হও
-শর্মিষ্ঠা
 উপদ্রুত অঞ্চলের যে কোনও মানুষই উগ্রবাদী। রাত থাকতে নদীর তীরে প্রাতঃকৃত্য সারতে আসা এই তরুণীও। দেশের স্বার্থে কৃতকর্মের শাস্তি তাকে পেতেই হবে।
"পাকড়ো উসসে। বানাও।" পুলিশ অফিসার অনিমেষ মজুমদারের নির্দেশে চারজন পুলিশ মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে।
 অযোধ্যা পাহাড় সংলগ্ন এই অঞ্চল বর্ষাকালে অত্যন্ত বিপদসঙ্কুল। গত রাতে ভারী বৃষ্টিও হয়েছে। তবু নারীমাংসের লোভ অজেয়। চারজন পুলিশ মেয়েটিকে এনে ফেলে কুমীরের হাঁ এর মত এই পাথরের গর্তে।
 ধর্ষণের সময় মেয়েমানুষ চিৎকার করবে, কাকুতিমিনতি করবে, প্রতিরোধের চেষ্টা করবে, মুখে ভয়ের অনুভূতি ফুটবে, তবে না ধর্ষণ উপভোগ্য হবে। এই মেয়েটি সম্পূর্ণ নীরব, ভাবলেশহীন। চোখদুটি অভিব্যক্তিহীন।
 এক এক করে চারজন। কাজ সেরে তারা যখন পোশাক পরছে, মজুমদারও চাইলেন একটু স্বাদ পেতে। কাজ সেরে প্রমাণ লোপ করতে মেয়েটিকে শ্বাসরোধ করে খুন। এরপর মুক্ত হয়ে পালাবেন, চরম মুহূর্তে হড়কা বান এসে সৃষ্টি ভাসিয়ে নিয়ে গেল। ভেসে যেতে যেতে একটা পাথরের খাঁজে আটকে বেঁচে গেলেন তিনি।
 কে জানে কতক্ষণ সংজ্ঞা হারিয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরল অনেক কন্ঠের কলরবে। থানা থেকে ওঁদের খুঁজতে খুঁজতে এসে পড়েছেন সহকর্মীরা। মেয়ের খোঁজে সমস্ত গ্রাম ভেঙে পড়েছে নদীর তীরে। গন্ধ পেয়ে ভীড় জমিয়েছেলাশে মিডিয়া। গতরাতের চারজন সহকারী নিখোঁজ। মূক বধির মানসিক প্রতিবন্ধী তরুণীর লাশের শরীর থেকে ধর্ষণের সব চিহ্ন মুছে নিয়েছে দুরন্ত স্রোতস্বিনী। ঘন শৈবালদামে ঢেকে দিয়েছে তার লজ্জা।
 কিন্তু, তার বিস্ফারিত দুই চোখ, গলায় আঙুলের নীল দাগ সমবেত জনতার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে খুনের স্পষ্ট প্রমাণ। আর......
 ...... এত এত জোড়া চোখের সামনে........ তিনি...... সম্পূর্ণ রিক্ত বিবসন।
ইচ্ছা - অনিচ্ছা
-শর্মিষ্ঠা
(১)
গভীর রাত। বাইরে শহর-ভাসানো বৃষ্টি। শমীকের ফ্ল্যাটের বেডরুমে রূপমের বুকে মুখ গুঁজে পরম আরামে ঘুমিয়ে আছে পর্ণা। ওর অন্য পাশে শমীক। পরম মমতায় ছুঁয়ে আছে ওকে।নতুন বৌকে পরম সুখ উপহার দিতে পেরে সে তৃপ্ত।
(২)
কলেজ লাইফ থেকে পর্ণা মনে মনে ভালবাসত রূপমকে। প্রোপোজ করা হয়ে ওঠে নি যদিও। রূপম পর্ণার মনের ভাব বুঝেছিল। রূপমের বাবা মা ওদের চার হাত এক করে দেওয়ার প্ল্যান প্রায় করেই ফেলেছিলেন। হঠাৎ করে এক বিয়েবাড়িতে গিয়ে দেনাপাওনা নিয়ে বচসায় পাত্রপক্ষ বর নিয়ে চলে যাওয়ায় লগ্নভ্রষ্টা কনে নীতাকে বিয়ে করে ফেলে রূপম।
 তথ্যপ্রযুক্তিকর্মী পর্ণা এই ঘটনার অভিঘাতে হঠাৎ করে কেমন যেন পাথর হয়ে গিয়েছিল। রূপমের বন্ধু কাম কলিগ শমীক রূপমের মুখে পর্ণার কথা শুনে পর্ণার সঙ্গে বন্ধুত্ব করে ও গুরুজনদের সম্মতিতে রেজিস্ট্রি ম্যারেজ করে। আগামী মাসে ওদের রিসেপশন।
(৩)
সেদিন সকাল থেকেই আকাশের মুখভার। ডিউটি শেষ করে পর্ণা যখন ফিরছে, অফিস-ক্যাবের চাকা জলে ডুবে অচল হয়ে পড়ল। পথেই শমীকের ফ্ল্যাট। মাকে একটা ফোন করে দিয়ে অগত্যা সেখানেই রাতের মত আশ্রয় নেয় পর্ণা।
(৪)
 " আরে শমু, দেখ দেখ কে এসেছে। আজ কোন দিকে সূর্য উঠেছিল।" শমীকের ফ্ল্যাটের দরজা খোলে রূপম।
 ঘরে মদ ও মাংসের কড়া গন্ধ। দুই পুরুষে ব্যাচেলার পার্টি মানাচ্ছে। নিজের সপসপে ভিজে শরীর নিয়ে বড় বিব্রত বোধ করছিল পর্ণা। রূপম বেশ অনেকখানি পান করেছে ওকে দেখেই বোঝা যায়।
"এস বৌদি। গেস্টরুমে গিয়ে চেঞ্জ করে নাও। শমু কিচেনে ফেঁসে আছে। হাতের কাজ সামলে আসতে সময় লাগবে। "
গেস্ট রুমের ওয়ার্ডরোবে চাবি নেই। ওখান থেকে শমীকের মায়ের একটা নাইটি আর হাউসকোট নিয়ে পরে নেয় পর্ণা। শুকনো হয়ে ভারী আরামবোধ করে। দরজা খুলতেই এক বাটি উষ্ণ সুপ নিয়ে আসে রূপম। "বৌদি, এটা খেয়ে নাও। তোমার হাবি পাঠালেন।"
 " রূপমদা, কলেজে তুমি আমার দু বছরের সিনিয়র ছিলে। প্লীজ আমাকে বৌদি বোলো না।" সসঙ্কোচে কথাটা বলেই ফেলে পর্ণা।
" সম্পর্কের বদলের সঙ্গে সঙ্গে ডাকগুলোও তো বদলে নেওয়া ই ঠিক, ডার্লিং। " কখন যে শমীক ওদের মধ্যে এসে দাঁড়িয়েছে ওরা টের ও পায় নি।
"কিন্তু রূপম, আমি তো তোর দাদা নই যে আমার বৌকে বৌদি বলবি। আগের মত নাম ধরেই ডাক, ইয়ার।"
 "পর্ণা, তুমি কি খুব টায়ার্ড? ডিনার দেব খেয়ে শুয়ে পড়বে?"
 " না, তেমন কিছু না।" রূপমের কথার উত্তরে বলে পর্ণা। " কিন্তু কিই বা করার আছে?"
 "আমাদের পার্টিতে যোগ দিলে খুব খুশি হব।"
 (৫)
সঘন গহন রাত্রি
 বহিছে শ্রাবণধারা
 হোম থিয়েটারে জর্জ বিশ্বাসের গলায় রবি ঠাকুরের বর্ষার গান। বেডরুমে খাটের পাশে টি টেবিল টেনে এনে একান্ত আয়োজন। অল্প কিছু স্ন্যাক্সের সঙ্গে পানীয়ের সযত্ন আয়োজন। বিছানায় শমীক- পর্ণা আর মুখোমুখি চেয়ারে রূপম।
পান জীবনে এই প্রথমবার নয় পর্ণার। তবু যে দু পেগের পর চারপাশটাকে এত উজ্জ্বল দেখতে লাগল, তা স্রেফ পরিবেশের গুণ। তৃতীয় পেগের পর শরীর শিথিল হয়ে শয্যার আশ্রয় চাইতে লাগল। টানটান হয়ে বিছানায় শুয়েই পড়ল সে।
 মাথাটা নরম বারমুডা পরা কোলের নিশ্চিন্ত আশ্রয় পেয়ে গেল।
 কিন্তু, শমীকের পরণে তো সুতির পাজামা। তার মানে ওর পাশে...
 "তুমি কখন বিছানায় এলে রূপমদা? " পর্ণা অবাক হয়ে জানতে চাইল।
"অ্যাকচুয়ালি, একটু রিল্যাক্স করার জন্য খাটে বসেছিলাম। তুমি মাথাটা তোলো, সরে যাচ্ছি।"
 " আরে না না, বোস তুই। পর্ণা তো একটু পরেই উঠে পড়বে। কি পর্ণা, আর এক পেগ নেবে তো?"
পর্ণার শরীর তখন চায় একটু আরাম। কথা বলার মত ইচ্ছেটুকুও হচ্ছে না। রূপমের উরুতে আরও বেশি করে মুখ গুঁজে শুয়ে থাকলো ও।
"এই পর্ণা, তুমি রূপমকে ভালোবাসো?"
 " কি হচ্ছে কি শমু, নিজের বউয়ের কাছে এমন কথা কেউ জানতে চায়?" শমীককে বকে থামাতে চায় রূপম।
"সবই তো তুই জানিস, বল? কেন লুকোনো ঘা টাকে খুঁচিয়ে দগদগে করছিস? জানিস, আমার বৌ সেদিনের সেই অপমান আজও ভুলতে পারে নি। আমার ঘরে এসে সুস্থভাবে ঘর পর্যন্ত করতে পারছে না। বাপের বাড়ি পালাতে পারলে বাঁচে। জানি না কতদিনে ঠিক হবে। তুই পর্ণাকে পেয়ে সুখি হ শমু। এসব কথা ভুলে যা, প্লীজ।"
 "দুর বোকা, ভুলে যাওয়ার কি হয়েছে? ভালোবাসতিস, ভালেবাসবি। তোর মানুষ তোরই আছে। সংসার আর সমাজ বাঁচিয়ে যা প্রাণ চায় করে নে। নাও পর্ণা, নিজের মানুষকে নিজের মতো করে কাছে টেনে নাও।"
 "কিন্তু" পর্ণা বলে, " আমার ভালোবাসার মানুষ এক নয়, দুই। রূপমদাকে কখনো বলতে পারি নি, কিন্তু তোমাকে তো কতবার সোচ্চারে বলেছি। সেই রেজিস্ট্রেশন এর দিন তোমার হাত থেকে আঙটি পরা, সেই রাতে দুই বাড়ির যৌথ ব্যবস্থাপনায় এই ঘরে এই বিছানায় সারপ্রাইজ নাইটে প্রথম সহবাস, দু জনে মিলে বিয়ের অনুষ্ঠানের জন্য শপিং, তারপর চোখের আড়াল হলে ফোন বা হোয়াটসঅ্যাপ- সব সময় জোর গলায় তোমাকে ভালোবাসার কথা বলেই চলেছি।
 অতএব যা প্রাণ চায় তাই করতেই হলে আমি একসঙ্গে দু জনকে ভালোবাসব।"
 "কথাটা সজ্ঞানে বলছ তো পর্ণা?" জিগ্যাসা ওদের দুজনের।"হ্যাঁ, তোমাদের কাছে এই রোমান্টিক রাতে আমার এটাই চাওয়া। বলো, দেবে?"
শমীকের হাতটা আলতো করে ধরে কাছে টেনে নেয় রূপম। মুখ নিচু করে পর্ণার ঠোঁটে চুমু খায়।
(৬)
রাত প্রায় শেষ হয় হয়।পর্ণা এখনো তৃপ্তির ঘুমে আচ্ছন্ন। সদ্য ঘুম ভাঙা দুই পুরুষ সে দিকে তাকিয়ে একটা কথাই ভাবছে। সদ্য পেরিয়ে আসা বর্ষার রাত, তার স্বর্গীয় অনুভূতিগুলো, সম্পর্কের মধুর পবিত্রতা, সব সম্ভব হয়েছে এই নারীর অনুমোদনের ওপর। ঘটনাটি তার অনিচ্ছায় হলে এই একই ঘটনার ওপর পড়ে যেত গণধর্ষণের কলঙ্কের ছাপ। এই একই মেয়ের মুখের অপার্থিব সুখ বদলে যেত অন্তহীন যন্ত্রণা ও অপমানের গ্লানিতে। প্রিয়তমার ঘুমন্ত শরীর ছুঁয়ে শান্তি পাওয়ার বদলে দুজনের স্থান এতক্ষণে হত থানার লক আপের নরকে।
 পৃথিবীর কিছু কিছু ব্যাপার সত্যিই ভারী অদ্ভূত।

ভালোবাসা, তোমায় দিলাম
-শর্মিষ্ঠা
 দিবসরাতি শান্ত ঘরের কোণে,
উদাস দৃষ্টি সুদূর দিগন্তেই-
ভালোবাসা, আজকে প্রেমের দিনে;
হৃদয় সেঁচে এই উপহার দিই।
দুঃসাহসিক প্রেমের অভিযানে,
বিশ্বহৃদয় তোমার হবে জানা।
 সব শেষে এই ঘরেই ফিরবে জানি,
ভালোবাসা, তোমায় দিলাম ডানা।
টুম্পা দত্ত
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনি জানিনা তুমি আসবে কবে
জানিনা কবে এসে বলবে তুমি আর কর না অপেক্ষা
যানি কবে এসে বলবে তুমি অপেক্ষার পালা শেষ
পাশাপাশি থকবো দুজন হবে জীবনের শেষ
শেষ থেকেই করবো শুরু পেয় না কো ভয় কখনো মনে রেখ আছে একজন
 ভালবাসা দিয়ে সে ভরে দিবে ভুবন হোক না শুরু শেষ থেকেই
আধার রাতের আলো হয়ে থাকবে তোমাই পাশে হোক না শুরু শেষ থেকেই