হোম

পৃষ্ঠা

ত্রিলোচন সাহিত্য ভুবনের প্রথম পত্রিকা পুনর্যোজন


সময় পেলে অবশ্যই পড়বেন ত্রিলোচন সাহিত্য ভুবনের প্রথম পত্রিকা পুনর্যোজন । এটি প্রথম প্রকাশিত  হয়  ২০২০ সালের অক্টোবরে শারদ সংখ্যা হিসেবে । এই পত্রিকায় ভারত এবং বাংলাদেশের লেখকদের লেখায় সমৃদ্ধ

 এই পত্রিকার নামে ক্লিক করে পত্রিকা ডাউন লোড এবং পড়তে পারেন 

           পুনর্যোজন


 সবাইকে শোনার জন্য অনুরোধ জানাই অসাধারণ একটি আবৃত্তি

সাহিত্য সংবাদ




 সাহিত্যের ছোঁয়া পেয়ে মুছে যাক সমাজের যত অন্ধকার অধ্যায় গুলোম

মহেশপুরসাহিত্য পরিষদ এর আয়োজন ১২৫তম পাক্ষিক সাহিত্য আসর

এবং স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের।প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার এই মধু চক্রের আয়োজন হয়ে থাকে।এই আয়োজনে সাহিত্যের নানা দিক আলোচনার মধ্য দিয়ে দিন দিন মহেশপুর উপজেলার সাহিত্য সংস্কৃতি আরো বিকাশিত হচ্ছে। মহেশপুর পৌর পাবলিক লাইব্রেরীতে এই আয়োজনে অনুষ্ঠিত হয়ে থাকে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন:

কবি দীপক সাহা,কবি নীখিল পাল,কবি আলাউদ্দিন,কবি মিঠু হাফিজ,কবি রফিকুল,কবি বিপাশা,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন