হোম

পৃষ্ঠা

সাহিত্য সংবাদ




 সাহিত্যের ছোঁয়া পেয়ে মুছে যাক সমাজের যত অন্ধকার অধ্যায় গুলোম

মহেশপুরসাহিত্য পরিষদ এর আয়োজন ১২৫তম পাক্ষিক সাহিত্য আসর

এবং স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের।প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার এই মধু চক্রের আয়োজন হয়ে থাকে।এই আয়োজনে সাহিত্যের নানা দিক আলোচনার মধ্য দিয়ে দিন দিন মহেশপুর উপজেলার সাহিত্য সংস্কৃতি আরো বিকাশিত হচ্ছে। মহেশপুর পৌর পাবলিক লাইব্রেরীতে এই আয়োজনে অনুষ্ঠিত হয়ে থাকে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন:

কবি দীপক সাহা,কবি নীখিল পাল,কবি আলাউদ্দিন,কবি মিঠু হাফিজ,কবি রফিকুল,কবি বিপাশা,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

No comments:

Post a Comment