হোম

পৃষ্ঠা

 

আঁধার রাত

অরবিন্দ মাজী


ইদানীং দিনগুলোকেও রাত মনে হয়, 

ঘুটঘুটে আঁধার রাত,

এখন দিন খুঁজতে খুঁজতে হন্যে হতে হয় 

প্রতিটিদিনের প্রতটি মুহূর্ত। 

দিন খোঁজা আর শেষ হয় না। 


চারিদিকে শুধুই ঘন কালো আঁধার রাত। 

বোধহয় ইদানীং সূর্যটা আর উঠতে চায় না, 

ফুল ফোটাতেও চায় না, 

ফুলের সুবাস নিতে দেবেনা বলেই


কতদিন সূর্য উঠা ভোর দেখা হয়নি, 

কতদিন ফুলফোটা দেখা হয়নি, 

কতোদিন ঝকঝকে সকলের সোনলি 

আলো দেখা হয়নি। 

এখন রাত, রাত, রাত, শুধুই আঁধার রাত

No comments:

Post a Comment