হোম

পৃষ্ঠা

ফজিলা খাতুন এর দুটি লেখা



বসন্ত এলো

     ফজিলা খাতুন।

বছর ঘুরে এলো আবার বসন্ত দ্বারে

সবুজ শ্যামল গাছের ডালে ফুলের সমাহারে।

চোখ জুড়ানো রূপের বাহার শিমুলের গায়ে

মন মাতানো সুগন্ধ পাই আমের মুকুলে।

কৃষ্ণচুড়ার ফাঁকে বসে গাইছে পাখি গান

নাম না জানা হরেকরকম ফুলের সুবাস।

নতুন পাতা মন কেড়েছে গাছের শাখায়

কোকিল ডাকে কুহু কুহু মনের উন্মাদনায়।





আমার রংপুর

    ফজিলা খাতুন।

বাংলাদেশে পরিচিত নাম শোনা যায়

রূপের রানী তারই পাশে তিস্তা নদী বয়।

ঐতিহ্য অপরূপে আছে ভরপুর

সুখে দুঃখে সবাই হাসে সেটাই রংপুর।

সরল মনের মানুষ তারা গান গায় ভাওয়াইয়া

যমুনেশ্বরী,ঘাগড়া ,আছে করতোয়া

আরো আছে মহীয়সী বেগম রোকেয়া।

গানের সুরে মিশে আছে নাড়ির টান

এখনো বাজে পুরোনো মইশাল বন্ধুর গান।

রংপুরের কৃতি সন্তান জনগণের প্রাণ

হাসিভরা মুখটা তোমার হোসাইন এরশাদ।

পথের ধারে সারি সারি তামাক ভরা ক্ষেত

রংপুর তুমি ঐতিহ্যবাহী রূপের নাইকো শেষ।

No comments:

Post a Comment