ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা কবিতা প্রেমীদের জন্য সম্পূর্ণ একটি বিশেষ আয়োজন। এই পত্রিকাটি অন্যান্য সাহিত্যিক কাজের পাশাপাশি কবিতা প্রকাশেও বিশেষ গুরুত্ব দেয়। সাপ্তাহিক পত্রিকা হিসাবে এটি নিয়মিতভাবে প্রকাশ করা হয় এবং কবিতা প্রকাশের জন্য সংকোচ নেই।ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা থেকে আপনি পুরোনো এবং নতুন কবিতা দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারেন। পত্রিকাটি বিভিন্ন প্রতিষ্ঠিত এবং নবাগত কবিদের কবিতা প্রকাশ করে, যারা নিজেদের কবিতা পত্রিকায় দেখতে পেতেন এবং অন্যান্য পাঠকদের সাথে তাদের সৃজনশীলতা ভাগ করতে পারেন।
হোম
পৃষ্ঠা
সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা কবিতা প্রেমীদের জন্য সম্পূর্ণ একটি বিশেষ আয়োজন। এই পত্রিকাটি অন্যান্য সাহিত্যিক কাজের পাশাপাশি কবিতা প্রকাশেও বিশেষ গুরুত্ব দেয়। সাপ্তাহিক পত্রিকা হিসাবে এটি নিয়মিতভাবে প্রকাশ করা হয় এবং কবিতা প্রকাশের জন্য সংকোচ নেই।
ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা থেকে আপনি পুরোনো এবং নতুন কবিতা দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারেন। পত্রিকাটি বিভিন্ন প্রতিষ্ঠিত এবং নবাগত কবিদের কবিতা প্রকাশ করে, যারা নিজেদের কবিতা পত্রিকায় দেখতে পেতেন এবং অন্যান্য পাঠকদের সাথে তাদের সৃজনশীলতা ভাগ করতে পারেন।
সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
ত্রিলোচন সাহিত্য ভুবনের ৩য় বর্ষের ৩২ তম সংখ্যায় দুই বাংলার কবিদের লেখায় সমৃদ্ধ।ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা কবিতা প্রেমীদের জন্য সম্পূর্ণ একটি বিশেষ আয়োজন।আপনার যেভাবে এই পত্রিকার শুরু থেকেই সাথে থেকেছেন যার কারণে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই পত্রিকার পরিসর ।সকলকে ত্রিলোচন সাহিত্য ভুবন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বঙ্গবন্ধু কে নিয়ে লেখা কবিতা
অহংকার
-স্নিগ্ধা দৃষ্টি
মুজিব তুমি নদীর মত বহমান,
মুজিব তোমার কোটি কোটি সালাম।
তোমার কন্ঠে বিদ্রোহ আর জনতা,
তোমার ভাষণে হাজার মানুষের জন্ম,
তোমার কন্ঠ শুনে মানুষের সাহসের জন্ম।
ধন্য মোরা আজও,
তোমার মত পিতা পেয়ে ,
জন্ম হয়েছে স্বাধীনতা।
মুজিব তুমি তারার মত জ্বলছ আজও,
ধন্য করেছ, মুজিব তুমি আমাদের এ অহংকার।
মুজিব তুমি মুক্তি করেছ লাঞ্চিত জনতার।
মুজিব তুমি জাতির পিতা আমাদের
অহংকার।।
সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
ত্রিলোচন সাহিত্য ভুবনের ৩য় বর্ষের ৩১ তম সংখ্যায় দুই বাংলার কবিদের লেখায় সমৃদ্ধ।ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা কবিতা প্রেমীদের জন্য সম্পূর্ণ একটি বিশেষ আয়োজন।আপনার যেভাবে এই পত্রিকার শুরু থেকেই সাথে থেকেছেন যার কারণে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই পত্রিকার পরিসর ।সকলকে ত্রিলোচন সাহিত্য ভুবন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কবিতা
একবিংশ শতাব্দীতে
- মৌ সাহা
একবিংশ শতাব্দীতে:
বাঁচবার কিছু নির্দিষ্ট স্বপ্ন থাকা প্রয়োজন।
কিছু কাছের মানুষ প্রয়োজন,
কিছু সুন্দর ফুল প্রয়োজন,
কিছু সুন্দর মেঘ দেখানো আকাশ প্রয়োজন-
কিছু সবুজ ঘাসে পদক্ষেপ প্রয়োজন!
কিছু নদী প্রয়োজন, একটা দুটো নৌকো প্রয়োজন-
প্রয়োজন কিছু বাতাস, কিছু গান, কিছু হাসি- কিছু চাহনি!-
আর সবচেয়ে বেশি প্রয়োজন 'স্থায়ীত্ব'!
তুমি সারাজীবন এক শহরে এক ঘর মানুষের সাথে আছো-
কাউকে বদল দেখোনি, কারোর অবহেলা দেখোনি!
তবে বলবো-' তুমি সৌভাগ্যবান!'
সে সৌভাগ্য আমার হয় নি!
আমি ক্রমশ কাছের মানুষদের নীল জোছনায় নির্মোক খুলে-
অগ্রহায়ণের ধান ক্ষেতে ইঁদুরের গর্তে পালাক্রমে উবে যেতে দেখেছি।
সৌভাগ্যবান,
তুমি কীভাবে বুঝবে?- মন কীভাবে মৌসুম বদলায়!
হাওয়া কীভাবে পালে দোল দেয়-
কীভাবেই নতুন নতুনে অভিযোজিত হতে হয়!
পাপী সেই মানুষগুলোই-
যারা কারোর মাটি কেড়ে নেয়-
আর সবচেয়ে পাপী?-
সেসব অস্থায়ী অস্তিত্বরা!
সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
ত্রিলোচন সাহিত্য ভুবনের ৩য় বর্ষের ২৯ তম সংখ্যায় দুই বাংলার কবিদের লেখায় সমৃদ্ধ।ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা কবিতা প্রেমীদের জন্য সম্পূর্ণ একটি বিশেষ আয়োজন।আপনার যেভাবে এই পত্রিকার শুরু থেকেই সাথে থেকেছেন যার কারণে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই পত্রিকার পরিসর ।সকলকে ত্রিলোচন সাহিত্য ভুবন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।