হোম

পৃষ্ঠা

বঙ্গবন্ধু কে নিয়ে লেখা কবিতা

 অহংকার 

-স্নিগ্ধা দৃষ্টি


মুজিব তুমি নদীর মত বহমান, 

মুজিব তোমার কোটি কোটি সালাম। 


তোমার কন্ঠে বিদ্রোহ আর জনতা,

তোমার ভাষণে হাজার মানুষের জন্ম, 

তোমার কন্ঠ শুনে মানুষের সাহসের জন্ম।


ধন্য মোরা আজও, 

তোমার মত পিতা পেয়ে , 

জন্ম হয়েছে স্বাধীনতা।


 মুজিব তুমি তারার মত জ্বলছ আজও,

 ধন্য করেছ, মুজিব তুমি আমাদের এ অহংকার। 

 মুজিব তুমি মুক্তি করেছ লাঞ্চিত জনতার। 

  মুজিব তুমি জাতির পিতা আমাদের  

  অহংকার।।



No comments:

Post a Comment