হোম

পৃষ্ঠা

অপ্রৌধা পত্রিকার প্রচ্ছদ প্রকাশ

অপ্রৌধা পত্রিকার পাঠক ও লেখকদের উদ্দেশ্যে,

আপনাদের জন্য আমাদের নতুন শারদ সংখ্যা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। শারদ উৎসবের আনন্দ ও উচ্ছ্বাসকে কেন্দ্র করে এই সংখ্যা সাজানো হয়েছে। এটাই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো শক্তিশালী করে তুলবে এবং পাঠকদের মনের কোণে নতুন ভাবনার সৃষ্টি করবে।

আমরা আশা করি, এই সংখ্যায় অন্তর্ভুক্ত প্রতিটি রচনা, কবিতা ও চিত্রকর্ম আপনাদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেবে। পাঠক ও লেখকদের মিলনমেলায় আমাদের এই প্রচেষ্টা এক নতুন স্বাদ এনে দেবে, এবং সাহিত্যের মাধ্যমে আমাদের আত্মীয়তা আরও দৃঢ় করবে।

আপনারা আমাদের সাথে এই যাত্রায় অংশ নিতে চলেছেন, সে জন্য ধন্যবাদ। আসুন, এই শারদ উৎসবের আনন্দ একত্রে উদযাপন করি!

আমাদের প্রচ্ছদ ডিজাইনে সৃষ্টিশীলতার সাথে সাথে বাঙালি সংস্কৃতির সকল অনুরাগীদের মনের আবেগকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি, এটি আপনাদের হৃদয়ে উৎসবের আনন্দ ও সৃজনশীলতার আভাস দেবে।

এই প্রচ্ছদ যেন আপনাদের শারদ উৎসবের উপলক্ষ্যে নতুন উদ্দীপনা যোগায়।

শুভেচ্ছা সহ,
অপ্রৌধা সম্পাদক



No comments:

Post a Comment