হোম

পৃষ্ঠা

ত্রিলোচন সাহিত্য ভুবন: সাপ্তাহিক পত্রিকার চতুর্থ বর্ষ পূর্ণ করে পঞ্চম বর্ষে পদার্পণ

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা-এর পঞ্চম বর্ষের ১ তম সংখ্যা। সাহিত্য ও সৃজনশীলতার প্রতি অবিচল থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। কবি শুভ জিত দত্তের সম্পাদনায় এটি হয়ে উঠেছে এক অসামান্য সাহিত্যিক প্ল্যাটফর্ম।

এই বছর অপ্রৌধা সগর্বে পঞ্চম বর্ষে পদার্পণ করলো। এ দীর্ঘ যাত্রাপথে, প্রতিটি সংখ্যায় নতুন লেখক-কবি এবং পাঠকের সেতুবন্ধন তৈরি করেছে পত্রিকাটি। সাহিত্যপ্রেমী সমাজে এটি পরিণত হয়েছে চর্চার অন্যতম কেন্দ্রে।

নতুন বছরের শুরুতে ত্রিলোচন সাহিত্য ভুবন তাদের পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে চোখ রাখার আহ্বান জানাচ্ছে। এখানে আপনারা পাবেন নতুন প্রজন্মের সাহিত্যের অনন্য সম্ভার।

নববর্ষের শুভেচ্ছা
পঞ্চম বর্ষের শুরুতে নতুন বছরে ত্রিলোচন সাহিত্য ভুবনের পক্ষ থেকে সকল লেখক, কবি ও পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাহিত্যের প্রতি আপনাদের অটুট ভালোবাসা ও সমর্থন আমাদের পথচলাকে আরও দৃঢ় করেছে। আসুন, নতুন বছরে আমরা একসঙ্গে সাহিত্যের আরও নতুন দিগন্ত উন্মোচন করি।

শুভ নববর্ষ! 🎉




যশোরের চৌগাছায় সাহিত্য সমাহারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গুণীজন সম্মাননা ও কবিতা পাঠের আসর

যশোরের চৌগাছায় সাহিত্য সমাহারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গুণীজন সম্মাননা ও কবিতা পাঠের আসর

সাহিত্য সমাহারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: এক স্মরণীয় আয়োজন

যশোরের চৌগাছা উপজেলায় সাহিত্য সংগঠন ‘সাহিত্য সমাহার’ তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে সাহিত্যপ্রেমীদের জন্য এক অনন্য দিনের সূচনা করে। ২৭ ডিসেম্বর, শুক্রবার, তরিকুল ইসলাম পৌর কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি সাহিত্যচর্চার প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানের সূচনা ও গুণীজন সম্মাননা

সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই চারজন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন—অধ্যাপক ড. হাবিবুর রহমান (লেখক ও গবেষক), বেনজীন খান (কবি ও গবেষক), চঞ্চল শাহরিয়ার (কথাসাহিত্যিক), এবং দীপক কুমার সাহা (মহেশপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি)। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাহিত্য সমাহারের স্বপ্নদ্রষ্টা আবু রাসেলের সার্বিক তত্ত্বাবধানে প্রভাষক শামীম হোসেন সভাপতিত্ব করেন।

সাহিত্য আলোচনা: গভীর অন্তর্দৃষ্টি ও অনুপ্রেরণা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. হাবিবুর রহমান। তিনি সাহিত্যচর্চার গুরুত্ব এবং এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে দিকনির্দেশনা দেন।
প্রধান আলোচক বেনজীন খান তাঁর বক্তৃতায় সাহিত্যের গভীরতা, প্রাসঙ্গিকতা এবং নতুন লেখকদের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তোলার বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ অতিথি চঞ্চল শাহরিয়ার এবং দীপক কুমার সাহাও তাঁদের অভিজ্ঞতা ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উল্লেখযোগ্য আলোচক ও অতিথি

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কবি জাহিদুর রহমান বকুল, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, যশোর আব্দুর রাজ্জাক কলেজের সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, এবং সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা আবু রাসেল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শুভ জিত দত্ত (ত্রিলোচন সাহিত্য ভুবনের প্রতিষ্ঠাতা), কবি নিখিল পাল, কবি মিঠু হাফিজ, সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, মাতৃভাষা গণগ্রন্থাগারের সভাপতি এম কে টুটুলসহ যশোর ও আশপাশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা।

কবিতা পাঠের আসর: সৃজনশীলতার উচ্ছ্বাস

আলোচনা সভার পর জুমার নামাজ ও দুপুরের বিরতির পর শুরু হয় কবিতা পাঠের আসর। এ পর্বে বিভিন্ন উপজেলার কবিরা তাঁদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। তাঁদের কবিতাগুলো সাহিত্যপ্রেমীদের মধ্যে এক অনন্য আবেগ ও সৃজনশীলতার সঞ্চার করে।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয় উপস্থিত অতিথিদের সহযোগিতায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাহিত্য সমাহারের মহিলা সম্পাদিকা উর্মি রহমান।

‘সাহিত্য সমাহার’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুধু একটি অনুষ্ঠান নয়; এটি সাহিত্যের প্রতি মানুষের ভালোবাসা এবং সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরার একটি প্রয়াস। এই আয়োজন নতুন লেখকদের অনুপ্রাণিত করার পাশাপাশি সাহিত্যচর্চার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই দিনটি সাহিত্যপ্রেমী ও সৃষ্টিশীল মানুষদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। সাহিত্যের শক্তি যে মানুষকে একত্রিত করতে পারে এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে পারে, তা এ আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।

#সাহিত্যসমাহার #সাহিত্যচর্চা #কবিতাপাঠ #যশোরসাহিত্য #বাংলাসাহিত্য

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৫১ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে




বিজয়ের চেতনায় ত্রিলোচন সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা

বিজয়ের চেতনায় ত্রিলোচন সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা

ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা 'অপ্রৌধার' চতুর্থ বর্ষের ৫০তম সংখ্যা প্রকাশিত হলো। এই বিশেষ সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে আমাদের বিজয় দিবসের গৌরবময় স্মৃতিকে।ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত ।পত্রিকার আপডেট পেতে ত্রিলোচন সাহিত্য পত্রিকা ফেসবুক পেজ গ্রুপে চোখ রাখুন এবং বিজয় দিবসের এই বিশেষ সংখ্যাটি পড়তে ভুলবেন না।


সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৪৯ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে




সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৪৮ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে





সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৪৭ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে





সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 

 সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৪৬ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে




সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 

 সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৪৫ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে




সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 

 সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৪৪ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে




সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৪৩ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে



সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৪২ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে









সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৪১ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে






সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা


প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৪০ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে







অপ্রৌধা শারদ সংখ্যা ১৪৩১

অপ্রৌধা শারদ সংখ্যা ১৪৩১
মহালয়ার  এই শুভক্ষণে প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের শারদ সংখ্যা "অপ্রৌধা" 
শারদ উৎসব মানেই মেতে ওটা বাঙালীদের চিরচেনা ছন্দে
তার সঙ্গে নতুন রূপ দিতে বিভিন্ন প্রকাশনী থেকে শারদ সংখ্যা বের হয়। আমাদের এই আয়োজনে দুই বাংলার গুণী লেখকদের লেখায় সমৃদ্ধ হয়েছে যুক্ত করেছে নতুন মাত্রা শারদীয় উৎসবের খুশির মাত্রা বাড়িয়ে দিতে।
সকল লেখক ও পাঠকদের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল যাদের জন্য এই আয়োজন। আপনাদের ভালোবাসা আর উৎসাহে এগিয়ে চলেছে ত্রিলোচন সাহিত্য ভুবন।


সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা  অপ্রৌধা


প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৩৯ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে








ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

 সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা 


প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৩৮ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে







অপ্রৌধা পত্রিকার প্রচ্ছদ প্রকাশ

অপ্রৌধা পত্রিকার পাঠক ও লেখকদের উদ্দেশ্যে,

আপনাদের জন্য আমাদের নতুন শারদ সংখ্যা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। শারদ উৎসবের আনন্দ ও উচ্ছ্বাসকে কেন্দ্র করে এই সংখ্যা সাজানো হয়েছে। এটাই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো শক্তিশালী করে তুলবে এবং পাঠকদের মনের কোণে নতুন ভাবনার সৃষ্টি করবে।

আমরা আশা করি, এই সংখ্যায় অন্তর্ভুক্ত প্রতিটি রচনা, কবিতা ও চিত্রকর্ম আপনাদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেবে। পাঠক ও লেখকদের মিলনমেলায় আমাদের এই প্রচেষ্টা এক নতুন স্বাদ এনে দেবে, এবং সাহিত্যের মাধ্যমে আমাদের আত্মীয়তা আরও দৃঢ় করবে।

আপনারা আমাদের সাথে এই যাত্রায় অংশ নিতে চলেছেন, সে জন্য ধন্যবাদ। আসুন, এই শারদ উৎসবের আনন্দ একত্রে উদযাপন করি!

আমাদের প্রচ্ছদ ডিজাইনে সৃষ্টিশীলতার সাথে সাথে বাঙালি সংস্কৃতির সকল অনুরাগীদের মনের আবেগকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি, এটি আপনাদের হৃদয়ে উৎসবের আনন্দ ও সৃজনশীলতার আভাস দেবে।

এই প্রচ্ছদ যেন আপনাদের শারদ উৎসবের উপলক্ষ্যে নতুন উদ্দীপনা যোগায়।

শুভেচ্ছা সহ,
অপ্রৌধা সম্পাদক



লেখা আহবান শারদ সংখ্যাা ১৪৩১

অনলাইন শারদ সংখ্যার জন্য লেখা আহবান

শারদ সংখ্যাা ১৪৩১
প্রিয় সাহিত্যিকগণ,
ত্রিলোচন সাহিত্য ভুবন এর অনলাইন শারদ সংখ্যা প্রকাশিত হতে চলেছে। আমরা আপনাদের সৃজনশীল লেখার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।
লেখার পাঠানোর কিছু শর্তাবলী:
১. কবিতার ক্ষেত্রে শব্দ সীমা ২০ লাইনের মধ্যে হতে হবে।
২. প্রতিটি লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
৩. প্রবন্ধ বা গল্পের ক্ষেত্রে কোন শব্দ সীমা থাকছে না।
৪. লেখা পাঠানোর বিষয়ে শারদ সংখ্যার জন্য উল্লেখ করতে হবে।
৫. লেখার অবশ্যই ১লা অক্টোবর মঙ্গলবারের মধ্যে পাঠাতে হবে।
আপনার লেখা আমাদের শারদ সংখ্যা কে আরও উজ্জ্বল করে তুলবে, সেই আশা রাখছি।
ধন্যবাদ।
সম্পাদনায়: শুভ জিত দত্ত
আপনার যদি আরও কোনো পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন হয়, জানাতে পারেন!
লেখা পাঠানোর ঠিকানাঃ
shuvojitdutta12@gmail.com


সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা 


প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৩৭তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে





ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক পত্রিকা "অপ্রৌধা"

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা 


প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৩৬ তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে




ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক পত্রিকা "অপ্রৌধা": দুই বাংলার সাহিত্য প্রেমীদের জন্য ৩৪তম সংখ্যা প্রকাশিত।

ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক পত্রিকা "অপ্রৌধা": দুই বাংলার সাহিত্য প্রেমীদের জন্য ৩৫তম সংখ্যা প্রকাশিত।



আজ প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের জনপ্রিয় সাপ্তাহিক সাহিত্য পত্রিকা "অপ্রৌধা" এর ৩৫তম সংখ্যা। দুই বাংলার লেখকদের লেখা নিয়ে সাজানো এই পত্রিকা, প্রতি সপ্তাহেই নতুন নতুন সাহিত্যপ্রেমীদের মনের খোরাক যুগিয়ে চলেছে।

শুভজিৎ দত্ত, পত্রিকার প্রকাশনা সম্পাদক, জানিয়েছেন যে "অপ্রৌধা" এর মুল লক্ষ্য দুই বাংলার সাহিত্যিকদের সেতুবন্ধন তৈরি করা এবং তাদের লেখনীকে বিশ্বব্যাপী পাঠকদের সামনে তুলে ধরা। প্রতিটি সংখ্যা পাঠকদেরকে সমৃদ্ধ সাহিত্য রস আস্বাদন করতে সহায়ক। 

এই পত্রিকার বিশেষত্ব হল, প্রতিটি সংখ্যা বিশিষ্ট লেখকদের লেখা, সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি।

পত্রিকার প্রতি পাঠকদের ভালোবাসা ও সমর্থন আমাদেরকে এগিয়ে চলতে উৎসাহ দেয়। আপনারা আগের মতোই ভরপুর সাহিত্য রস আস্বাদন করতে পারবেন।

"অপ্রৌধা" পত্রিকা সংগ্রহ করতে এবং দুই বাংলার বিশিষ্ট লেখকদের লেখনী পড়তে এখনই যুক্ত হোক আমাদের ফেসবুক গ্রুপে লিংক এবং থাকুন সবসময় আপডেট।









ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক পত্রিকা "অপ্রৌধা"

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা 


প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার চতুর্থ বর্ষের ৩৪তম সংখ্যা। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে




সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক পত্রিকা "অপ্রৌধা": দুই বাংলার সাহিত্য প্রেমীদের জন্য ৩৩তম সংখ্যা প্রকাশিত



আজ প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের জনপ্রিয় সাপ্তাহিক সাহিত্য পত্রিকা "অপ্রৌধা" এর ৩৩ তম সংখ্যা। দুই বাংলার লেখকদের লেখা নিয়ে সাজানো এই পত্রিকা, প্রতি সপ্তাহেই নতুন নতুন সাহিত্যপ্রেমীদের মনের খোরাক যুগিয়ে চলেছে।

শুভজিৎ দত্ত, পত্রিকার প্রকাশনা সম্পাদক, জানিয়েছেন যে "অপ্রৌধা" এর মুল লক্ষ্য দুই বাংলার সাহিত্যিকদের সেতুবন্ধন তৈরি করা এবং তাদের লেখনীকে বিশ্বব্যাপী পাঠকদের সামনে তুলে ধরা। প্রতিটি সংখ্যা পাঠকদেরকে সমৃদ্ধ সাহিত্য রস আস্বাদন করতে সহায়ক। 


এই পত্রিকার বিশেষত্ব হল, প্রতিটি সংখ্যা বিশিষ্ট লেখকদের লেখা, সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি।


পত্রিকার প্রতি পাঠকদের ভালোবাসা ও সমর্থন আমাদেরকে এগিয়ে চলতে উৎসাহ দেয়। আপনারা আগের মতোই ভরপুর সাহিত্য রস আস্বাদন করতে পারবেন।


"অপ্রৌধা" পত্রিকা সংগ্রহ করতে এবং দুই বাংলার বিশিষ্ট লেখকদের লেখনী পড়তে এখনই যুক্ত হোক আমাদের ফেসবুক গ্রুপে লিংক এবং থাকুন সবসময় আপডেট।




সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা

ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক পত্রিকা "অপ্রৌধা": দুই বাংলার সাহিত্য প্রেমীদের জন্য ৩২তম সংখ্যা প্রকাশিত


আজ প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের জনপ্রিয় সাপ্তাহিক সাহিত্য পত্রিকা "অপ্রৌধা" এর ৩২তম সংখ্যা। দুই বাংলার লেখকদের লেখা নিয়ে সাজানো এই পত্রিকা, প্রতি সপ্তাহেই নতুন নতুন সাহিত্যপ্রেমীদের মনের খোরাক যুগিয়ে চলেছে।

শুভজিৎ দত্ত, পত্রিকার প্রকাশনা সম্পাদক, জানিয়েছেন যে "অপ্রৌধা" এর মুল লক্ষ্য দুই বাংলার সাহিত্যিকদের সেতুবন্ধন তৈরি করা এবং তাদের লেখনীকে বিশ্বব্যাপী পাঠকদের সামনে তুলে ধরা। প্রতিটি সংখ্যা পাঠকদেরকে সমৃদ্ধ সাহিত্য রস আস্বাদন করতে সহায়ক। 

এই পত্রিকার বিশেষত্ব হল, প্রতিটি সংখ্যা বিশিষ্ট লেখকদের লেখা, সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি।

পত্রিকার প্রতি পাঠকদের ভালোবাসা ও সমর্থন আমাদেরকে এগিয়ে চলতে উৎসাহ দেয়। আপনারা আগের মতোই ভরপুর সাহিত্য রস আস্বাদন করতে পারবেন।

"অপ্রৌধা" পত্রিকা সংগ্রহ করতে এবং দুই বাংলার বিশিষ্ট লেখকদের লেখনী পড়তে এখনই যুক্ত হোক আমাদের ফেসবুক গ্রুপে লিংক এবং থাকুন সবসময় আপডেট।