হোম

পৃষ্ঠা

কবিতা

কলেজ

-দীপান্বিতা দত্ত

কলেজ মানে মিষ্টি স্মৃতি

নতুন সব নিয়ম নীতি

নতুন স্যার নতুন বন্ধু

নতুনভাবে পরিচিতি।

কলেজ মানে অলস হয়ে

ক্লাস কামাই করার ভান

কলেজ মানে বন্ধুদের সাথে

গল্প করার প্লান।

কলেজ মানে কিছু স্যারের

মিষ্টি মধুর গল্প

কলেজ মানেই সবার সাথে

আড্ডা অল্পস্বল্প।

কলেজ মানেই দুইটি বছর

হেঁটে যাওয়া আসা

কলেজ মানে বড় হওয়ার

বুক ভরা আশা।

কলেজ মানে ফাইন দেয়া

পড়া ধরার ভয়

কলেজ মানে পরীক্ষার হলে

হামাগুড়ি নয় ছয়।

কলেজ মানে কৈশোরকালে

সবুজ নিস্তেজ স্বপ্ন

কলেজ মানেই ঢোকার পর

নানা বিদ্যায় মগ্ন।

কলেজ মানে স্বল্প কথায়

অল্প অভিমান

কলেজ মানে সময় পেলে

একটু-আধটু গান।

আমার কাছে এই কলেজ

সবার থেকে সেরা

মীর মশাররফ ডিগ্রি কলেজ

ভালোবাসা দিয়ে ঘেরা।।
 

No comments:

Post a Comment