হোম

পৃষ্ঠা

কবিতা

রেজাল্ট

  -দীপান্বিতা দত্ত

বুক দুরু, দুরু কাঁদো ,কাঁদো মুখ

এই বুঝি এলো রেজাল্ট

কি হয় ! কি হয়! মনে বড় ভয়

জানবে যে ফল সবাই

একে একে বন্ধুদের সবার রেজাল্ট এলো

কেউ করেছে ফেল ,আবার কেউ করেছে ভালো

ফেল করেছে যে,সেই তো বোঝে

ফিল করার কত কষ্ট

একটি বছর জীবনটাকে

করেছে দেবে নষ্ট।

প্রতিবেশীরা সবাই এসে

সমালোচনা করে

বলে,পড়তে না বসে সারা বছর

টিভি দেখ গিয়ে ঘরে।

মনের ব্যথা কেউ বুঝবে না

সবাই দেবে গালি

একটা বছর জীবনটা আমার

হল যে ফালি ফালি।

 বন্ধুদের ছাড়া কি করে আমি

নিব যে নিশ্বাস

এসব কথা ভেবে আমার করতেই হবে পাস।।
 

No comments:

Post a Comment