Trilochan Shahito Vubon - ত্রিলোচন সাহিত্য ভুবন v

 "ল এ লাঠালাঠি"

 -- অরবিন্দ সরকার


লাভপুরের লায়েবপাড়ায় লেঠেল পট্টির বাস।

লাখোপতি লোকেদের লালিত তারা, লোকজনের ত্রাস।

লোচনচরণ,লোভরঞ্জন,দুই ভাই তাঁরা লম্পট।

লোলুপ দৃষ্টি লহমায় লাবনীর দিকে,ললনার সঙ্কট।

লোকভাষা বোঝা দায়, চেহারায় লম্বোদর।

লটপটে নয় তারা লম্বা চওড়ায়,

লড়াকু লম্ফঝম্প বাঁদর।

লজ্জা শরমের লণ্ডভণ্ড,শিক্ষায় লবডঙ্কা।

গৃহে লণ্ঠন জ্বলে, পাড়ায় লুটোপুটির আশঙ্কা।

লব্ধপ্রতিষ্ঠ, লস্কর,লায়েক কাবু লাঠির আগায়,

লাগানিভাঙানি ললাটলিখনি,তাতে লাগাম নাই !

লাঞ্ছিত লোক লুঙ্গি ল্যাঙ্গট পরিধানে লাগাড় লাইনে,

লুক্কায়িত ক্ষোভ! লোভ লালসার অবসানে,

লুটপাট লুণ্ঠন লাখোপতির প্রাসাদে, লাঠালাঠি শুরু,কালিলেপন লোকলীলার স্বাদে।

ভূলুণ্ঠিত লাখোপতি, লোকান্তরে লাঠিয়াল,

লাফালাফির লাথি,লগুড়ে বিনাশ,লায়েবপাড়ায় শান্তি চিরকাল।

No comments:

Post a Comment