Trilochan Shahito Vubon - ত্রিলোচন সাহিত্য ভুবন v

 অন্তে আছি


আমি এখন অনেক দূরে, অনেক ভীড়ে,

সহজে দৃশ্যমান নয়।

কালকে আবার আর একটা মিছিলে,

তাই তো আমার এমন আড়াল,

এমন সংগোপন।

তুমি বলবে-সুবিধাবাদী, হয়তো

তবে সুবিধাভোগী নয়তো।

হ্যা, সুবিধা পাওয়ার জন্যে আসা, এইতো?

কে নেয়নি বলো তো ভাই?

যাদের আছে কোটি কোটি,

উপর তলায় হাঁটা হাঁটি,

কতকটা কর দিতে ফাঁকি,

কিংবা কিছু হাতিয়ে নেয়ার তাল,

আমার বেলায় সব গোলমাল?

তাদের স্্খ্যা সামান্য জন,

কি্্ মেকার, ঘটান অনেক অনেক ঘটন,

সেই সুবাদে ঐ ওনারা ওদের আত্মজন।

এ সবেতে কোন দোষ নেই,

দোষটা শুধুই আমার বেলায়,

কারণ আমি অন্তে থাকি

কেবল অনর্থ:জন?


নিবেদনে-দিব্যেন্দু বিকাশ জানা

No comments:

Post a Comment