ত্রিলোচন সাহিত্য ভুবন: কবিতা v

কবিতা

 

       কলমাস্ত্র
   অর্পিতা মুখার্জী

শাসক যখন শোষক হয়
   আনন্দে মাতে যুদ্ধে,
কলম লেখে প্রতিবাদী ভাষা
   অন‍্যায়ের বিরুদ্ধে।
কার হাতে কিসের প্রতিকার?   
   কে দেবে কাকে দন্ড?
যুগে যুগে শুধু  সান্ত্বনা দেয়
   আইনের বিকৃত মানদন্ড।
সহায় সম্বল হারিয়ে যারা
   ধুঁকছে বাঁচার আশায়,
যন্ত্রণাটা বোঝে যদি কেউ...
   তাদের চোখের জলের ভাষায়।
জীবন থাকলে যাপন হবেই
   সাক্ষী পাষাণ হৃদয়,
চোখের জলেও আগুন ফিরুক
   কলমাস্ত্রের ভাষায়।


No comments:

Post a Comment