ত্রিলোচন সাহিত্য ভুবন: ত্রিলোচন সাহিত্য ভুবন: সাপ্তাহিক পত্রিকার চতুর্থ বর্ষ পূর্ণ করে পঞ্চম বর্ষে পদার্পণ v

ত্রিলোচন সাহিত্য ভুবন: সাপ্তাহিক পত্রিকার চতুর্থ বর্ষ পূর্ণ করে পঞ্চম বর্ষে পদার্পণ

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা-এর পঞ্চম বর্ষের ১ তম সংখ্যা। সাহিত্য ও সৃজনশীলতার প্রতি অবিচল থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। কবি শুভ জিত দত্তের সম্পাদনায় এটি হয়ে উঠেছে এক অসামান্য সাহিত্যিক প্ল্যাটফর্ম।

এই বছর অপ্রৌধা সগর্বে পঞ্চম বর্ষে পদার্পণ করলো। এ দীর্ঘ যাত্রাপথে, প্রতিটি সংখ্যায় নতুন লেখক-কবি এবং পাঠকের সেতুবন্ধন তৈরি করেছে পত্রিকাটি। সাহিত্যপ্রেমী সমাজে এটি পরিণত হয়েছে চর্চার অন্যতম কেন্দ্রে।

নতুন বছরের শুরুতে ত্রিলোচন সাহিত্য ভুবন তাদের পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে চোখ রাখার আহ্বান জানাচ্ছে। এখানে আপনারা পাবেন নতুন প্রজন্মের সাহিত্যের অনন্য সম্ভার।

নববর্ষের শুভেচ্ছা
পঞ্চম বর্ষের শুরুতে নতুন বছরে ত্রিলোচন সাহিত্য ভুবনের পক্ষ থেকে সকল লেখক, কবি ও পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাহিত্যের প্রতি আপনাদের অটুট ভালোবাসা ও সমর্থন আমাদের পথচলাকে আরও দৃঢ় করেছে। আসুন, নতুন বছরে আমরা একসঙ্গে সাহিত্যের আরও নতুন দিগন্ত উন্মোচন করি।

শুভ নববর্ষ! 🎉




No comments:

Post a Comment