ত্রিলোচন সাহিত্য ভুবন: অমর একুশে বইমেলা ২০২৫ ও কলকাতা আন্তর্জাতিক বই মেলা উপলক্ষ্যে ত্রিলোচন সাহিত্য ভুবনের নতুন উদ্যোগ v

অমর একুশে বইমেলা ২০২৫ ও কলকাতা আন্তর্জাতিক বই মেলা উপলক্ষ্যে ত্রিলোচন সাহিত্য ভুবনের নতুন উদ্যোগ

অমর একুশে বইমেলা ২০২৫ ও কলকাতা আন্তর্জাতিক বই মেলা উপলক্ষ্যে ত্রিলোচন সাহিত্য ভুবনের নতুন উদ্যোগ 

প্রকাশিত সব ধরণের বইয়ের তথ্য দিতে পারেন ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা "অপ্রৌধা" ইমেইল, shuvojitdutta12@gmail.com ।আমরা পৌঁছে দেবো পাঠকের কাছে ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধার মাধ্যমে।।সঙ্গে যুক্ত করে দিন যোগাযোগের মাধ্যম, যেমন, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার প্রভৃতি।

তথ্যগুলো হলো,

বই : (বইয়ের নাম)

লেখক : (লেখকের নাম)

অনুবাদক : (অনুবাদকের নাম, অনূদিত বইয়ের জন্য প্রযোজ্য)

প্রচ্ছদ : (প্রচ্ছদ শিল্পীর নাম)

অলংকরণ : (অলংকরণ শিল্পীর নাম) 

প্রকাশক : (প্রকাশনা প্রতিষ্ঠানের নাম)

মূল্য : (মুদ্রিত মূল্য)

স্টল নম্বর : (মেলার স্টল নম্বর)

বই পরিচিতি : (পাঠকের উদ্দেশ্যে ফ্লাপে মুদ্রিত লেখা)

এবং বইয়ের প্রচ্ছদের একটি ছবি (JPG বা JPEG ফরম্যাটে হলে ভালো হয়)।

বিশেষ সংখ্যা প্রকাশ এর মধ্যে দিয়ে পাঠকের কাছে পৌঁছে দেওয়া হবে নতুন বইয়ের ঘ্রাণ আস্বাদন করার সুযোগ।।


No comments:

Post a Comment