ছোটবেলার সেই হারানো দিনগুলো ফিরিয়ে দিতে আর নতুন প্রজন্মের হাতে নির্মল আনন্দের খোরাক তুলে দিতে আজ প্রকাশিত হলো মাসিক শিশু পত্রিকা ‘চামচিকা’। ত্রিলোচন সাহিত্য ভুবনের একঝাঁক স্বপ্নবাজ মানুষের হাত ধরে এই পথচলা শুরু।
গল্প, কবিতা, ছড়া আর রঙিন ছবির এই ভুবনে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের প্রথম সংখ্যার এই ডানা মেলা উৎসবে শামিল হোন আপনিও।
No comments:
Post a Comment