Trilochan Shahito Vubon - ত্রিলোচন সাহিত্য ভুবন v

তুই যে বড়ই আপন
      শিবশঙ্কর মণ্ডল

তোর নাম কিরে খোকা?
আলু থালু দেখতে বেশ,
টেঁপা গণেশ জালা ভুঁড়ি 
বল কোথায় তোর দেশ?

ঝিঙেখালি কুমড়োখালি বল?
হরপুর ভোজেরহাট বানতলা?
টেরা চোখে তো দেখিস ভারি
ঠোঁটে মুচকি হাসির ছলাকলা।

খোকন সোনা বসো তো দেখি
ভাব না আমি তোর ঠাকুর্দাদা,
বুড়ো আঙুল চুষে মধু পাবি?
নাকি সুরে কাঁদছিস কেন হাঁদা!

রুটি মুড়ি চানা শসা খাবি?
সবই রাখি ঝোলায় ভরে,
পথে থাকি পথই আমার বাড়ি
পথিকদের নিই আপন করে।

তুই থাকবি আমার নাতির মতো
দেখবি পাবি খুবই আদর যতন
দু'জনে থাকব সুখে মাঙা ভাতে
দাদু বলে ডাক, তুই যে বড়ই আপন।।

No comments:

Post a Comment