ত্রিলোচন সাহিত্য ভুবন: কবিতা v

কবিতা

"পিঠে"

অঞ্জলি দে নন্দী, মম


ঐরাবৎ হাতীর পিঠে

বসে নন্দী ষাঁড়ের নাতী।

যাচ্ছে খেতে সে

হরেক রকম পিঠে।

নামলো এসে

নানীর ঘরের শেষে।

নানা ভালোবেসে

ওর পিঠে

হাত চাপড়ায়, আদোরে।

আর বলে,

যুগ যুগ যুগ তুম জিও!

তাই না দেখে নৃত্য করে

নানার যত পোষা বাঁদরে।

নানী বানায়

নাতীর প্রিয়

তালের মিঠে পিঠে

নিজ করে। ( হাতে )

আহা, সুখে ভরা ভাদোরে,

নানা, নানীর নাতী আদোর করা,

এতেই তো ধরা গড়া।

নানীর হৃদয় মহাসাগরসম।

নাতীর তরে স্নেহ তার ভরা 

কানায় কানায় কানায়।

নাতী থাকে নানার হার্ট বিটে।

ওদের সবার প্রিয় নাতীর মমও।

No comments:

Post a Comment