ত্রিলোচন সাহিত্য ভুবন: প্রথম সংখ্যা v
Showing posts with label প্রথম সংখ্যা. Show all posts
Showing posts with label প্রথম সংখ্যা. Show all posts

 

আঁধার রাত

অরবিন্দ মাজী


ইদানীং দিনগুলোকেও রাত মনে হয়, 

ঘুটঘুটে আঁধার রাত,

এখন দিন খুঁজতে খুঁজতে হন্যে হতে হয় 

প্রতিটিদিনের প্রতটি মুহূর্ত। 

দিন খোঁজা আর শেষ হয় না। 


চারিদিকে শুধুই ঘন কালো আঁধার রাত। 

বোধহয় ইদানীং সূর্যটা আর উঠতে চায় না, 

ফুল ফোটাতেও চায় না, 

ফুলের সুবাস নিতে দেবেনা বলেই


কতদিন সূর্য উঠা ভোর দেখা হয়নি, 

কতদিন ফুলফোটা দেখা হয়নি, 

কতোদিন ঝকঝকে সকলের সোনলি 

আলো দেখা হয়নি। 

এখন রাত, রাত, রাত, শুধুই আঁধার রাত

কবিতা

রেজাল্ট

  -দীপান্বিতা দত্ত

বুক দুরু, দুরু কাঁদো ,কাঁদো মুখ

এই বুঝি এলো রেজাল্ট

কি হয় ! কি হয়! মনে বড় ভয়

জানবে যে ফল সবাই

একে একে বন্ধুদের সবার রেজাল্ট এলো

কেউ করেছে ফেল ,আবার কেউ করেছে ভালো

ফেল করেছে যে,সেই তো বোঝে

ফিল করার কত কষ্ট

একটি বছর জীবনটাকে

করেছে দেবে নষ্ট।

প্রতিবেশীরা সবাই এসে

সমালোচনা করে

বলে,পড়তে না বসে সারা বছর

টিভি দেখ গিয়ে ঘরে।

মনের ব্যথা কেউ বুঝবে না

সবাই দেবে গালি

একটা বছর জীবনটা আমার

হল যে ফালি ফালি।

 বন্ধুদের ছাড়া কি করে আমি

নিব যে নিশ্বাস

এসব কথা ভেবে আমার করতেই হবে পাস।।
 


 ত্রিলোচন সাহিত্য ভুবনের প্রথম শরৎ সংখ্যা পুনর্যোজন সকলকে পড়ার অনুরোধ জানাই

প্রথম সংখ্যার অনাকাঙ্ক্ষিত ভুল গুলোর জন্য আন্তরিক ভাবে দুঃখিত।।

https://drive.google.com/file/d/1RAZbEnmw6Mfsajf3wesNWosQQO0T2q9n/view?usp=drivesdk

 ত্রিলোচন সাহিত্য ভুবন এর প্রথম সংখ্যা পুনর্যোজন
























 ত্রিলোচন সাহিত্য ভুবনের প্রথম সংখ্যার জন্য লেখা আহবান

প্রথম সংখ্যা PDF আকারে প্রকাশ করা হবে

trilochanshahitovubon.blogspot.com