Trilochan Shahito Vubon - ত্রিলোচন সাহিত্য ভুবন: সাহিত্যের খোঁজ v
Showing posts with label সাহিত্যের খোঁজ. Show all posts
Showing posts with label সাহিত্যের খোঁজ. Show all posts

ত্রিলোচন সাহিত্য ভুুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকার ঈদ আয়োজন ।

 সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

ত্রিলোচন সাহিত্য ভুুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকার  ঈদ আয়োজন ।সকল কে জানাই ঈদ এর আন্তরিক শুভেচ্ছা। ত্রিলোচন সাহিত্য ভুবনের ২৫তম সংখ্যায় দুই বাংলার কবিদের লেখায় সমৃদ্ধ।ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা কবিতা প্রেমীদের জন্য সম্পূর্ণ একটি বিশেষ আয়োজন।আপনার যেভাবে এই পত্রিকার শুরু থেকেই সাথে থেকেছেন যার কারণে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই পত্রিকার পরিসর ।সকলকে ত্রিলোচন সাহিত্য ভুবন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।





সাহিত্যের খোঁজ


 

বাংলা সাহিত্য

অনলাইন বাংলা সাহিত্য পত্রিকাসমূহের কর্ণার

যেখানে দেখা পাওয়া যায় বাংলা সাহিত্যের অনলাইন পত্রিকা গুলোর এক বিশাল সম্ভার ।দেখলে মনে হয় সব  অনলাইন সাহিত্য পত্রিকা যেন আজ একই বাঁধনে বাঁধা।বাংলা সাহিত্যের যে নতুন ধারা সৃষ্টি হতে চেলেছে তার আভাস পাওয়া যায় “বাংলা সাহিত্য” আজ এক নতুন ধারার সৃষ্টি করেছে সেখানে সব অনলাইন সাহিত্য পত্রিকা গুলোর এক বিশাল সমাহার তৈরি হয়েছে।বাংলা সাহিত্যের এক আলোকিত যুগের সুচনা হতে চলেছে এর মাঝে যেন তার প্রকাশ ঘটে। তার যে স্বপ্ন দেখতে শুরু করেছে তাদের স্বপ্ন পূরণের সহকর্মী “ত্রিলোচন সাহিত্য ভুবন” ।এগিয়ে চলুক তারে এই পথ চলা ।আপনিও সময় পেলে ঘুরে আসুন তাদের আয়োজনে দেখতে ক্লিক করুন নিচের লিংকে।

 বাংলা সাহিত্য

গুণীজন সম্মাননা ২০২৩

মহেশপুর সাহিত্য পরিষদের আয়োজনে প্রত্যেক বছর গুণীজন সম্মাননা প্রদান করে সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিগত কয়েক বছর করোনা মহামারী জন্য বন্ধ থাকলেও এই বার গত তিন বছর মিলিয়ে মোট ১৫জনকে এই সম্মাননা পদক করা হয় এর মধ্যে ছিলেন কবি রেজাউদ্দীন স্টালিন,কবি জিয়ারুল হোসেন, কবি নিখিল পাল,কবি আরিফ মঈনুদ্দীন, কবি সুমন শিকদার ,কবি অমিত কুমার কুন্ডু, মোঃ কামরুজ্জামান টুটুল,কবি নাসির হেলাল, কবি উত্তম চক্রবর্তী,কবি শ্যামলী কর্মকার ,কবি পথিক শহিদুল,কবি শশাংক শেখর ঢালী,কবি শাজান শীলন,কবি শেখ লিপি আমহেদ, সামছুল হুদা এই গুণী মানুষদের সম্মাননা করা হয় । অনুষ্ঠানের শেষ অংশে সাজানো হয়েছিল স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা‌ বাংলাদেশের জনপ্রিয় ও খ্যাতনামা কবিরা অংশগ্রহণ করে এই আয়োজন সমাপনী বক্তব্য রাখেন মহেশপুর সাহিত্য পরিষদ এর সভাপতি এটি এম খাইরুল আনাম ।

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

 প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষের ১৯ তম সংখ্যা । এই সংখ্যায় দেশ ও বিদেশের সম্মানীয় কবিদের কবিতায় সমৃদ্ধ হয়েছে সংকলনটি । সকল সম্মানীয় কবিদের শুভেচ্ছা ও অভিনন্দন।।প্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com








লিটারেচার আত্মপ্রকাশ সংখ্যা

 প্রকাশিত হলো সাহিত্যের কাগজ লিটারেচার অমিত কুমার কুন্ডু সম্পাদিত ঈদ সংখ্যায় প্রকাশিত হলো অনেক খ্যাতিমান লেখকদের লেখা। তার এই প্রকাশনার মাধ্যমে সাহিত্যের নতুন একটি পত্রিকার যাত্রা শুরু হলো





সাহিত্য সংবাদ




 সাহিত্যের ছোঁয়া পেয়ে মুছে যাক সমাজের যত অন্ধকার অধ্যায় গুলোম

মহেশপুরসাহিত্য পরিষদ এর আয়োজন ১২৫তম পাক্ষিক সাহিত্য আসর

এবং স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের।প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার এই মধু চক্রের আয়োজন হয়ে থাকে।এই আয়োজনে সাহিত্যের নানা দিক আলোচনার মধ্য দিয়ে দিন দিন মহেশপুর উপজেলার সাহিত্য সংস্কৃতি আরো বিকাশিত হচ্ছে। মহেশপুর পৌর পাবলিক লাইব্রেরীতে এই আয়োজনে অনুষ্ঠিত হয়ে থাকে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন:

কবি দীপক সাহা,কবি নীখিল পাল,কবি আলাউদ্দিন,কবি মিঠু হাফিজ,কবি রফিকুল,কবি বিপাশা,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন