ত্রিলোচন সাহিত্য ভুবন: সাহিত্যের খোঁজ v
Showing posts with label সাহিত্যের খোঁজ. Show all posts
Showing posts with label সাহিত্যের খোঁজ. Show all posts

যশোরের চৌগাছায় সাহিত্য সমাহারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গুণীজন সম্মাননা ও কবিতা পাঠের আসর

যশোরের চৌগাছায় সাহিত্য সমাহারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গুণীজন সম্মাননা ও কবিতা পাঠের আসর

সাহিত্য সমাহারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: এক স্মরণীয় আয়োজন

যশোরের চৌগাছা উপজেলায় সাহিত্য সংগঠন ‘সাহিত্য সমাহার’ তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে সাহিত্যপ্রেমীদের জন্য এক অনন্য দিনের সূচনা করে। ২৭ ডিসেম্বর, শুক্রবার, তরিকুল ইসলাম পৌর কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি সাহিত্যচর্চার প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানের সূচনা ও গুণীজন সম্মাননা

সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই চারজন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন—অধ্যাপক ড. হাবিবুর রহমান (লেখক ও গবেষক), বেনজীন খান (কবি ও গবেষক), চঞ্চল শাহরিয়ার (কথাসাহিত্যিক), এবং দীপক কুমার সাহা (মহেশপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি)। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাহিত্য সমাহারের স্বপ্নদ্রষ্টা আবু রাসেলের সার্বিক তত্ত্বাবধানে প্রভাষক শামীম হোসেন সভাপতিত্ব করেন।

সাহিত্য আলোচনা: গভীর অন্তর্দৃষ্টি ও অনুপ্রেরণা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. হাবিবুর রহমান। তিনি সাহিত্যচর্চার গুরুত্ব এবং এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে দিকনির্দেশনা দেন।
প্রধান আলোচক বেনজীন খান তাঁর বক্তৃতায় সাহিত্যের গভীরতা, প্রাসঙ্গিকতা এবং নতুন লেখকদের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তোলার বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ অতিথি চঞ্চল শাহরিয়ার এবং দীপক কুমার সাহাও তাঁদের অভিজ্ঞতা ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উল্লেখযোগ্য আলোচক ও অতিথি

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কবি জাহিদুর রহমান বকুল, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, যশোর আব্দুর রাজ্জাক কলেজের সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, এবং সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা আবু রাসেল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শুভ জিত দত্ত (ত্রিলোচন সাহিত্য ভুবনের প্রতিষ্ঠাতা), কবি নিখিল পাল, কবি মিঠু হাফিজ, সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, মাতৃভাষা গণগ্রন্থাগারের সভাপতি এম কে টুটুলসহ যশোর ও আশপাশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা।

কবিতা পাঠের আসর: সৃজনশীলতার উচ্ছ্বাস

আলোচনা সভার পর জুমার নামাজ ও দুপুরের বিরতির পর শুরু হয় কবিতা পাঠের আসর। এ পর্বে বিভিন্ন উপজেলার কবিরা তাঁদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। তাঁদের কবিতাগুলো সাহিত্যপ্রেমীদের মধ্যে এক অনন্য আবেগ ও সৃজনশীলতার সঞ্চার করে।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয় উপস্থিত অতিথিদের সহযোগিতায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাহিত্য সমাহারের মহিলা সম্পাদিকা উর্মি রহমান।

‘সাহিত্য সমাহার’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুধু একটি অনুষ্ঠান নয়; এটি সাহিত্যের প্রতি মানুষের ভালোবাসা এবং সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরার একটি প্রয়াস। এই আয়োজন নতুন লেখকদের অনুপ্রাণিত করার পাশাপাশি সাহিত্যচর্চার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই দিনটি সাহিত্যপ্রেমী ও সৃষ্টিশীল মানুষদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। সাহিত্যের শক্তি যে মানুষকে একত্রিত করতে পারে এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে পারে, তা এ আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।

#সাহিত্যসমাহার #সাহিত্যচর্চা #কবিতাপাঠ #যশোরসাহিত্য #বাংলাসাহিত্য

ত্রিলোচন সাহিত্য ভুুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকার ঈদ আয়োজন ।

 সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

ত্রিলোচন সাহিত্য ভুুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকার  ঈদ আয়োজন ।সকল কে জানাই ঈদ এর আন্তরিক শুভেচ্ছা। ত্রিলোচন সাহিত্য ভুবনের ২৫তম সংখ্যায় দুই বাংলার কবিদের লেখায় সমৃদ্ধ।ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা কবিতা প্রেমীদের জন্য সম্পূর্ণ একটি বিশেষ আয়োজন।আপনার যেভাবে এই পত্রিকার শুরু থেকেই সাথে থেকেছেন যার কারণে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই পত্রিকার পরিসর ।সকলকে ত্রিলোচন সাহিত্য ভুবন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।





সাহিত্যের খোঁজ


 

বাংলা সাহিত্য

অনলাইন বাংলা সাহিত্য পত্রিকাসমূহের কর্ণার

যেখানে দেখা পাওয়া যায় বাংলা সাহিত্যের অনলাইন পত্রিকা গুলোর এক বিশাল সম্ভার ।দেখলে মনে হয় সব  অনলাইন সাহিত্য পত্রিকা যেন আজ একই বাঁধনে বাঁধা।বাংলা সাহিত্যের যে নতুন ধারা সৃষ্টি হতে চেলেছে তার আভাস পাওয়া যায় “বাংলা সাহিত্য” আজ এক নতুন ধারার সৃষ্টি করেছে সেখানে সব অনলাইন সাহিত্য পত্রিকা গুলোর এক বিশাল সমাহার তৈরি হয়েছে।বাংলা সাহিত্যের এক আলোকিত যুগের সুচনা হতে চলেছে এর মাঝে যেন তার প্রকাশ ঘটে। তার যে স্বপ্ন দেখতে শুরু করেছে তাদের স্বপ্ন পূরণের সহকর্মী “ত্রিলোচন সাহিত্য ভুবন” ।এগিয়ে চলুক তারে এই পথ চলা ।আপনিও সময় পেলে ঘুরে আসুন তাদের আয়োজনে দেখতে ক্লিক করুন নিচের লিংকে।

 বাংলা সাহিত্য

গুণীজন সম্মাননা ২০২৩

মহেশপুর সাহিত্য পরিষদের আয়োজনে প্রত্যেক বছর গুণীজন সম্মাননা প্রদান করে সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিগত কয়েক বছর করোনা মহামারী জন্য বন্ধ থাকলেও এই বার গত তিন বছর মিলিয়ে মোট ১৫জনকে এই সম্মাননা পদক করা হয় এর মধ্যে ছিলেন কবি রেজাউদ্দীন স্টালিন,কবি জিয়ারুল হোসেন, কবি নিখিল পাল,কবি আরিফ মঈনুদ্দীন, কবি সুমন শিকদার ,কবি অমিত কুমার কুন্ডু, মোঃ কামরুজ্জামান টুটুল,কবি নাসির হেলাল, কবি উত্তম চক্রবর্তী,কবি শ্যামলী কর্মকার ,কবি পথিক শহিদুল,কবি শশাংক শেখর ঢালী,কবি শাজান শীলন,কবি শেখ লিপি আমহেদ, সামছুল হুদা এই গুণী মানুষদের সম্মাননা করা হয় । অনুষ্ঠানের শেষ অংশে সাজানো হয়েছিল স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা‌ বাংলাদেশের জনপ্রিয় ও খ্যাতনামা কবিরা অংশগ্রহণ করে এই আয়োজন সমাপনী বক্তব্য রাখেন মহেশপুর সাহিত্য পরিষদ এর সভাপতি এটি এম খাইরুল আনাম ।

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

 প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষের ১৯ তম সংখ্যা । এই সংখ্যায় দেশ ও বিদেশের সম্মানীয় কবিদের কবিতায় সমৃদ্ধ হয়েছে সংকলনটি । সকল সম্মানীয় কবিদের শুভেচ্ছা ও অভিনন্দন।।প্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com








লিটারেচার আত্মপ্রকাশ সংখ্যা

 প্রকাশিত হলো সাহিত্যের কাগজ লিটারেচার অমিত কুমার কুন্ডু সম্পাদিত ঈদ সংখ্যায় প্রকাশিত হলো অনেক খ্যাতিমান লেখকদের লেখা। তার এই প্রকাশনার মাধ্যমে সাহিত্যের নতুন একটি পত্রিকার যাত্রা শুরু হলো





সাহিত্য সংবাদ




 সাহিত্যের ছোঁয়া পেয়ে মুছে যাক সমাজের যত অন্ধকার অধ্যায় গুলোম

মহেশপুরসাহিত্য পরিষদ এর আয়োজন ১২৫তম পাক্ষিক সাহিত্য আসর

এবং স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের।প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার এই মধু চক্রের আয়োজন হয়ে থাকে।এই আয়োজনে সাহিত্যের নানা দিক আলোচনার মধ্য দিয়ে দিন দিন মহেশপুর উপজেলার সাহিত্য সংস্কৃতি আরো বিকাশিত হচ্ছে। মহেশপুর পৌর পাবলিক লাইব্রেরীতে এই আয়োজনে অনুষ্ঠিত হয়ে থাকে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন:

কবি দীপক সাহা,কবি নীখিল পাল,কবি আলাউদ্দিন,কবি মিঠু হাফিজ,কবি রফিকুল,কবি বিপাশা,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন