লেখা আহবান শারদ সংখ্যাা ১৪৩১
অনলাইন শারদ সংখ্যার জন্য লেখা আহবান
প্রিয় সাহিত্যিকগণ,
ত্রিলোচন সাহিত্য ভুবন এর অনলাইন শারদ সংখ্যা প্রকাশিত হতে চলেছে। আমরা আপনাদের সৃজনশীল লেখার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।
লেখার পাঠানোর কিছু শর্তাবলী:
১. কবিতার ক্ষেত্রে শব্দ সীমা ২০ লাইনের মধ্যে হতে হবে।
২. প্রতিটি লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
৩. প্রবন্ধ বা গল্পের ক্ষেত্রে কোন শব্দ সীমা থাকছে না।
৪. লেখা পাঠানোর বিষয়ে শারদ সংখ্যার জন্য উল্লেখ করতে হবে।
৫. লেখার অবশ্যই ১লা অক্টোবর মঙ্গলবারের মধ্যে পাঠাতে হবে।
আপনার লেখা আমাদের শারদ সংখ্যা কে আরও উজ্জ্বল করে তুলবে, সেই আশা রাখছি।
ধন্যবাদ।
সম্পাদনায়: শুভ জিত দত্ত
আপনার যদি আরও কোনো পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন হয়, জানাতে পারেন!
লেখা পাঠানোর ঠিকানাঃ
shuvojitdutta12@gmail.com
লেখা আহ্বান
ত্রিলোচন সাহিত্য ভুবন এর সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
প্রকাশিত হয় প্রতি বৃহস্পতিবার
আপনার অপ্রকাশিত লেখা কবিতা পাঠিয়ে দিন প্রতি সপ্তাহের মঙ্গলবারের মধ্যে।
কবিতা ২০ লাইনের মধ্যে হলে ভালো হয়।।
লেখা পাঠানোর ঠিকানা: shuvojitdutta12@gmail.com
সম্পাদনায়: শুভ জিত দত্ত
আপনাদের লেখায় সমৃদ্ধ
হোক প্রতি
সপ্তাহের আয়োজনে।।
#ত্রিলোচন_সাহিত্য_ভুবন #সাপ্তাহিক_সাহিত্য_পত্রিকা
#লেখাআহ্বান #লেখা_আহবান #কবিতা
সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
ত্রিলোচন সাহিত্য ভুবনের ২৬ তম সংখ্যায় দুই বাংলার কবিদের লেখায় সমৃদ্ধ।ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা কবিতা প্রেমীদের জন্য সম্পূর্ণ একটি বিশেষ আয়োজন।আপনার যেভাবে এই পত্রিকার শুরু থেকেই সাথে থেকেছেন যার কারণে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই পত্রিকার পরিসর ।সকলকে ত্রিলোচন সাহিত্য ভুবন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
লেখা আহ্বান
লেখা আহ্বান
২০২৩ এ স্বপ্নউড়ান প্রকাশনের বার্ষিক অনুষ্ঠানে প্রকাশিতব্য মুদ্রিত বই ’বইপ্রেমী মানুষদের কাহিন ’
স্বপ্ন উড়ান প্রকাশনের বার্ষিক অনুষ্ঠানের নিবেদনে ২০২৩-এ মুদ্রিত রূপে আসতে চলেছে একটি কবিতা ও অনুগল্প সংকলন বইপ্রেমী মানুষদের কাহিনীএই উপলক্ষ্যে প্রিয় সাহিত্যিকদের মুদ্রিত সংকলনে লেখার আহ্বান জানাই।নির্বাচিত কবি ও লেখক বন্ধুদের জন্য থাকছে সম্মানসূচক শংসাপত্র ও মেডেল।কবিতা ও অনুগল্পের বিষয় উন্মুক্ত তবে কোন রাজনৈতিক বা ধর্মীয় উস্কানিমূলক লেখা গ্রহণযোগ্য নয়।অনধিক ২৪ লাইনের মধ্যে একটি কবিতা পাঠাবেন অথবা অনধিক ৩০০ শব্দের একটি অনুগল্প পাঠাবেন।নিয়মাবলী ভালো করে পড়ে লেখা পাঠান
নিয়মাবলী
- *লেখা মেইল বডিতে বাংলায় টাইপ করে পাঠাতে হবে।কবিতা ও অনুগল্পের বিষয় উন্মুক্ত, তবে কোন *রাজনৈতিক বা ধর্মীয় উস্কানিমূলক লেখা গ্রহণযোগ্য নয়।
- লেখক / লেখিকা তার লেখার যতিচিহ্ন , বানান, ব্যাকরণের দিকে অবশ্যই নজর রাখবেন।
- মনে রাখতে হবে লেখার গুণগত মান সবার আগে, আপনার লেখাটি নির্বাচিত হলে যোগাযোগ করা হবে।
- সম্পূর্ণ অপ্রকাশিত, স্বরচিত কবিতা পাঠাবেন। প্রকাশের পর জানা গেল অন্যের লেখা নিজের নামে পাঠিয়ে দিয়েছেন তাতে সম্পাদক ও প্রকাশনীর কোনপ্রকার দায়বদ্ধতা থাকবে না, প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
- লেখার সাথে মেইলের সাবজেক্টে বাংলায় বিষয় (কবিতা নাকি অনুগল্প) আপনার নাম ও সংকলনের নাম জানানো বাধ্যতামূলক।
- লেখার শেষে নীচে ইংরেজিতে নিজের নাম , সম্পূর্ণ ঠিকানা , পিন কোড, অ্যাকটিভ মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই জানিয়ে দেবেন ।
লেখা পাঠানোর শেষ ৩০ এ মার্চ
সংকলনটি সম্পর্কে যেকোন জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করুন সম্পাদক সুচেতা অধিকারীর সাথে।
৬২৯১৬৩২৮১৬
পুনশ্চ-আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারক।তাই একটি সৌজন্য সংখ্যা নিয়ে নিলে খুবই উপকার হয়।তবে সৌজন্য সংখ্যা যে কিনতেই হবে,এরম কোনো বাধ্যতামূলক কিছু নেই।আর যদি কেও ভেবে থাকেন যে সৌজন্য সংখ্যা নিলেই লেখা মনোনীত হবে।তাহলে সেক্ষেত্রে জানিয়ে রাখি।তা একদমই নয়।লেখার গুণগত মান এর ওপর নির্ভর করেই আমরা লেখনী মনোনীত করে থাকি।
ধন্যবাদান্তে বিনীত সম্পাদক –
সুচেতা অধিকারী