ত্রিলোচন সাহিত্য ভুবন: April 2021 v

 নতুন বছর

শুভ জিত দত্ত


বৈশাখ এলেই বাঙালি যেন

উচ্ছাসে মেতে ওঠে

বাহারি কত সাজে তাই

নিজেকে মেলে ধরে


প্রকৃত আবার উজাড় করে

ঢেলে দিয়ে রুপের ঢালা

নানা রঙের শোভা মেলে

বার বার চেয়ে থাকা


উৎসব যেন সর্বজনীন 

নেই তো ধনী গরিব

মেতে ওঠে তাল মিলিয়ে

বৈশাখের চেনা সাজে


দুঃখ কষ্ট যাক না চুলোয়

বছরের এই দিনটাতে

সবে মিলে গাইবো আজ

নতুন সুরে গলা মিলিয়ে।।