জনপ্রিয় আবৃত্তির ববি বিশ্বাসের কন্ঠে অসাধারণ একটি আবৃত্তি
স্বাধীনতা তুমি
সৈয়দুল ইসলাম
স্বাধীনতা তুমি মায়ের কোলে
সাহসী খোকার আসন,
স্বাধীনতা তুমি সাতই মার্চের
অগ্নি ঝরা ভাষণ।
স্বাধীনতা তুমি মুজিবের কণ্ঠ
নবচেতনার জয়,
স্বাধীনতা তুমি মায়ের হাসি
ভোরের সূর্যোদয়।
স্বাধীনতা তুমি মুক্ত ভূমিতে
উড়ন্ত বিজয় নিশান,
স্বাধীনতা তুমি ভোর বিহানের
পাখির কলতান।
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা
একটি সোনালী দিন,
স্বাধীনতা তুমি গৌরবের ধন
ভাবনায় সীমাহীন।
স্বাধীনতা তুমি কবির কলমে
বিদ্রোহী কবিতা গান,
স্বাধীনতা তুমি লাখো শহীদের
রক্তের অবদান।
নতুন বছরের শপথ
--------- সৈয়দুল ইসলাম
নতুন বছর নতুন রূপে
শপথ গ্রহণ করি,
সত্য ন্যায়ের আলো দিয়ে
জীবনটারে গড়ি।
হিংসা বিদ্বেষ অহং ভুলে
চলবো একই পথে,
মিথ্যাচারে কান না দিয়ে
লড়বো সবার মতে।
স্রষ্টার সেরা সৃষ্টি মোরা
একে অন্যের তরে,
সুখে দুঃখে থাকবো পাশে
রোদ বৃষ্টি আর ঝড়ে।
দেশ মাটিকে ভালোবেসে
লড়বো বীরের মত,
দুর্নীতিকে ঘৃণা করে
চলবো অবিরত।
Subscribe to:
Posts (Atom)