ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা।দেখতে দেখতে ঘনিয়ে এলো একটি বছরের বিদায় বেলা।
ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা ৩য় বর্ষের ৫০ তম সংখ্যায় থাকছে দুই পৃষ্ঠার বিশেষ আয়োজন। এই সংখ্যায়ও দুই বাংলার লেখকদের লেখার সমন্বয়ে বিশেষ মেলবন্ধন তৈরি করা হয়েছে আপনাদের প্রতিনিয়ত ভালোবাসা আমাদের এগিয়ে চলার পাথেয়। সবার নতুন বছর অনেক ভাল কাটুক এই কামনা রইল সবার জন্য। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাথে থাকবেন এই আশায় সব সময়।
No comments:
Post a Comment