ত্রিলোচন সাহিত্য ভুবন: লেখা আহবান শারদ সংখ্যাা ১৪৩১ v

লেখা আহবান শারদ সংখ্যাা ১৪৩১

অনলাইন শারদ সংখ্যার জন্য লেখা আহবান

শারদ সংখ্যাা ১৪৩১
প্রিয় সাহিত্যিকগণ,
ত্রিলোচন সাহিত্য ভুবন এর অনলাইন শারদ সংখ্যা প্রকাশিত হতে চলেছে। আমরা আপনাদের সৃজনশীল লেখার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।
লেখার পাঠানোর কিছু শর্তাবলী:
১. কবিতার ক্ষেত্রে শব্দ সীমা ২০ লাইনের মধ্যে হতে হবে।
২. প্রতিটি লেখা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
৩. প্রবন্ধ বা গল্পের ক্ষেত্রে কোন শব্দ সীমা থাকছে না।
৪. লেখা পাঠানোর বিষয়ে শারদ সংখ্যার জন্য উল্লেখ করতে হবে।
৫. লেখার অবশ্যই ১লা অক্টোবর মঙ্গলবারের মধ্যে পাঠাতে হবে।
আপনার লেখা আমাদের শারদ সংখ্যা কে আরও উজ্জ্বল করে তুলবে, সেই আশা রাখছি।
ধন্যবাদ।
সম্পাদনায়: শুভ জিত দত্ত
আপনার যদি আরও কোনো পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন হয়, জানাতে পারেন!
লেখা পাঠানোর ঠিকানাঃ
shuvojitdutta12@gmail.com


No comments:

Post a Comment