ত্রিলোচন সাহিত্য ভুবন v

সাপ্তাহিক সাহিত্য

 প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষের ষষ্ঠ সংখ্যা । এই সংখ্যায় দেশ ও বিদেশের সম্মানীয় কবিদের কবিতায় সমৃদ্ধ হয়েছে সংকলনটি । সকল সম্মানীয় কবিদের শুভেচ্ছা ও অভিনন্দন।।





সাহিত্য পত্রিকা

 প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষের পঞ্চম সংখ্যা । এই সংখ্যায় দেশ ও বিদেশের সম্মানীয় কবিদের কবিতায় সমৃদ্ধ হয়েছে সংকলনটি । সকল সম্মানীয় কবিদের শুভেচ্ছা ও অভিনন্দন।।



সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

 প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষের চতুর্থ সংখ্যা । এই সংখ্যায় দেশ ও বিদেশের সম্মানীয় কবিদের কবিতায় সমৃদ্ধ হয়েছে সংকলনটি । সকল সম্মানীয় কবিদের শুভেচ্ছা ও অভিনন্দন।।





লেখা আহবান

 লেখা পাঠান ত্রিলোচন সাহিত্য ভুবনের  সাপ্তাহিক সাহিত্য পত্রিকায়


 

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা । এই সংখ্যায় দেশ ও বিদেশের সম্মানীয় কবিদের কবিতায় সমৃদ্ধ হয়েছে সংকলনটি । সকল সম্মানীয় কবিদের শুভেচ্ছা ও অভিনন্দন।।


 

 বন্যা সর্বনাশী

---- সৈয়দুল ইসলাম

সুনামগঞ্জ আর সিলেট জেলায়
বন্যা দেখা দিলো,
ধনী গরিব সবার মুখের
হাসি কেড়ে নিলো।

রাস্তাঘাট আর বসতভিটার
পানির নিচে ঠাঁই,
দুর্বিপাকে লাখো মানুষ
যাওয়ার জায়গা নাই।

খাবার কিছু নেই ঘরেতে
দুর্বিসহ ক্ষণ,
অবুঝ শিশুর জন্য কাঁদে
মা জননীর মন।

উজান ঢলের প্রবল স্রোতে
নদী পাড়ের বাড়ি,
বিলীন হচ্ছে নদী গর্ভে
হায়রে আহাজারি!

সোনার ধানে ভরবে গোলা
ছিলো মুখে হাসি,
মুখের খাবার কেড়ে নিলো
বন্যা সর্বনাশী।

 

আঁধার রাত

অরবিন্দ মাজী


ইদানীং দিনগুলোকেও রাত মনে হয়, 

ঘুটঘুটে আঁধার রাত,

এখন দিন খুঁজতে খুঁজতে হন্যে হতে হয় 

প্রতিটিদিনের প্রতটি মুহূর্ত। 

দিন খোঁজা আর শেষ হয় না। 


চারিদিকে শুধুই ঘন কালো আঁধার রাত। 

বোধহয় ইদানীং সূর্যটা আর উঠতে চায় না, 

ফুল ফোটাতেও চায় না, 

ফুলের সুবাস নিতে দেবেনা বলেই


কতদিন সূর্য উঠা ভোর দেখা হয়নি, 

কতদিন ফুলফোটা দেখা হয়নি, 

কতোদিন ঝকঝকে সকলের সোনলি 

আলো দেখা হয়নি। 

এখন রাত, রাত, রাত, শুধুই আঁধার রাত