সিংহ বিবাগী মন
-পথিক শহিদুল
দ্যেতনা বাজে মন সিংহের সেবা,
উঠোন চষিয়া বেড়ায় উড়ো চর যেবা।
ফাগুন চলিয়া গেছে সেই যে কবে
রঙের বাহারী অাল্পনায খুঁজি রসজন ভবে।
মৃত মুখ পরিহারে ভুবনজয়ী
দ্যেতনা বিলাসীর মন ঢেঁকি শালময়ী।
পিরিত শাঁকে কর্ণারে যে মন
সিংহ বোঝে না করি চর্বন।
যুগে যুগে মানবতা কাঁপে ঝড় তুফানে
সিংহ দ্যেতনা যোজন সাঁপে কাত ঝাপানে।
তবু খুঁজি বিরিক্ষী নাগপাশ সাঁপে
কত কি বেদনার কুলে চুল অাঁশে।
যরুপ কথন করি উনত্রিশ উঠোন
ভয়ের চরকে কাঁপে সিংহ বিবাগী মন।
২ মার্চ []২০২০
-পথিক শহিদুল
দ্যেতনা বাজে মন সিংহের সেবা,
উঠোন চষিয়া বেড়ায় উড়ো চর যেবা।
ফাগুন চলিয়া গেছে সেই যে কবে
রঙের বাহারী অাল্পনায খুঁজি রসজন ভবে।
মৃত মুখ পরিহারে ভুবনজয়ী
দ্যেতনা বিলাসীর মন ঢেঁকি শালময়ী।
পিরিত শাঁকে কর্ণারে যে মন
সিংহ বোঝে না করি চর্বন।
যুগে যুগে মানবতা কাঁপে ঝড় তুফানে
সিংহ দ্যেতনা যোজন সাঁপে কাত ঝাপানে।
তবু খুঁজি বিরিক্ষী নাগপাশ সাঁপে
কত কি বেদনার কুলে চুল অাঁশে।
যরুপ কথন করি উনত্রিশ উঠোন
ভয়ের চরকে কাঁপে সিংহ বিবাগী মন।
২ মার্চ []২০২০
No comments:
Post a Comment