কল দিও সাবিহা
-পথিক _শহিদুল
ফিরে কল দিও সাবিহা....
রাত্রি গভীরে বেদনার রঙ নীল হয়ে অাসে ক্রমশ: শীতের কুয়াশার মত ঘন হয়ে অাসে চারিদিক
দুই চার ছয় মাসের অধিককাল
তার অাগে তোমার গহব্বরে ফিরে যেতে পারব না।
রিং বাজে কষ্টের রিং অলিগলি রাস্তার ওপারে
কেমন করে ফিরে অাসি রুমে ডাইনিং এ
অবসরে ভাবতে ভাবতে অলস হয়ে
বালিশে একরত্রি ঘুম অত:পর জেগে দেখি রিং বাজে।
মধ্যদুপুরে খাওয়া হয়নি পুনর্বার পৃথিবী ডাকে
যেমন ডাকে অামার মা বোন ভাই
এমনকি বাবাও....
ক্ষুধার্ত পৃথিবী অামি গোগ্রাসে গিলে খেতে পারি জলবায়ু সমেত তোমাকেও...
দু,চোখ অবসন্ন বন্ধুর মত এই ওঠ বলছি
কাজে যেতে হবে এখনি অথচ ক,টা দিন রিং বাজে
ঘুমাতে পারিনা খেতে পারিনা কাজ কর্ম কিছুই না
তবু বলি বিদ্যুৎ বিভ্রাট অনেকদিন হলো সাবিহা।
অানাকড়ি টাকা পয়সা হাতে নেই বিদেশ বিভুই
সে দিনের শৈশব কৈশর যুবক অামি
বয়সের নুলো বিড়ালের ভাঁজে ঢেকে গেছে
অামার চুল দাঁড়ি হাতের নখ।
বাড়ি ফিরে কল দিও
সজোড়ে চলছে গাড়ি একদম পেছনের সীটে এককোনে
মনে হচ্ছে ভিজে যাচ্ছি প্রচন্ড কুয়াশায় একাকী
দুরপাল্লার গাড়ি গর্তের ফাকে জীবনের চাকা উল্টে গেলে মৃত্যুর মত ভয়ংকর হবে এই রাত্রি সাবিহা।
মানুষ মরে অামিও মরে তোমার কাছে চলে যাবো
তবুও রিং বাজে সাবিহা ফের ফিরে যাবো বলে।
রাত্রি গভীরে বেদনার চেয়ে মৃত্যু কামনায় শ্রেয় সাবিহা।
-পথিক _শহিদুল
ফিরে কল দিও সাবিহা....
রাত্রি গভীরে বেদনার রঙ নীল হয়ে অাসে ক্রমশ: শীতের কুয়াশার মত ঘন হয়ে অাসে চারিদিক
দুই চার ছয় মাসের অধিককাল
তার অাগে তোমার গহব্বরে ফিরে যেতে পারব না।
রিং বাজে কষ্টের রিং অলিগলি রাস্তার ওপারে
কেমন করে ফিরে অাসি রুমে ডাইনিং এ
অবসরে ভাবতে ভাবতে অলস হয়ে
বালিশে একরত্রি ঘুম অত:পর জেগে দেখি রিং বাজে।
মধ্যদুপুরে খাওয়া হয়নি পুনর্বার পৃথিবী ডাকে
যেমন ডাকে অামার মা বোন ভাই
এমনকি বাবাও....
ক্ষুধার্ত পৃথিবী অামি গোগ্রাসে গিলে খেতে পারি জলবায়ু সমেত তোমাকেও...
দু,চোখ অবসন্ন বন্ধুর মত এই ওঠ বলছি
কাজে যেতে হবে এখনি অথচ ক,টা দিন রিং বাজে
ঘুমাতে পারিনা খেতে পারিনা কাজ কর্ম কিছুই না
তবু বলি বিদ্যুৎ বিভ্রাট অনেকদিন হলো সাবিহা।
অানাকড়ি টাকা পয়সা হাতে নেই বিদেশ বিভুই
সে দিনের শৈশব কৈশর যুবক অামি
বয়সের নুলো বিড়ালের ভাঁজে ঢেকে গেছে
অামার চুল দাঁড়ি হাতের নখ।
বাড়ি ফিরে কল দিও
সজোড়ে চলছে গাড়ি একদম পেছনের সীটে এককোনে
মনে হচ্ছে ভিজে যাচ্ছি প্রচন্ড কুয়াশায় একাকী
দুরপাল্লার গাড়ি গর্তের ফাকে জীবনের চাকা উল্টে গেলে মৃত্যুর মত ভয়ংকর হবে এই রাত্রি সাবিহা।
মানুষ মরে অামিও মরে তোমার কাছে চলে যাবো
তবুও রিং বাজে সাবিহা ফের ফিরে যাবো বলে।
রাত্রি গভীরে বেদনার চেয়ে মৃত্যু কামনায় শ্রেয় সাবিহা।
No comments:
Post a Comment