{আচ্ছাদন}
রাণু সরকার
=======================
অগ্নিচূর্ণে" শ্বাস গ্রহণ করতে কষ্টসাধ্য
প্রণয় গলিত হয়ে প্লাবনের স্রোতের ন্যায় নকশাদ্বারা চিত্রণ!
ক্ষুদ্র দ্বার অস্পষ্ট প্রত্যাহার যোগ্য-কিছু অলীক কামনা সঞ্চিত ছিলো বহুকালের- প্রবীণে এসে জাগরুক চূড়ান্তরূপে!
ইচ্ছেরা উন্মাদ ডানায় ভর দিয়ে চেষ্টা চালানো!
বার্ধক্যের আড়ালে বর্ণময় আচ্ছাদন-সূক্ষ্ম বুদ্ধির প্রবীণ!
লুক্কায়িত ছিলো রহস্যময় নির্দোষ সারল্যে কাহিনী বিবসন উষ্ণতায় স্বর্গ বাস||
No comments:
Post a Comment