কলমে বানীব্রত
তুমি আমার পরম প্রিয় তুমি আমার গুরু
তুমি আমার ঞ্জানের আলো তোমাতেই আমার শুরু,
লেখা পড়া খেলাধুলা সব কিছুতেই তুমি
তোমার আশিষে দেখেছি আমি এই জন্মভুমি।
মা, তুমিই হলে আমার প্রথম শিক্ষা গুরু
জীবনের চলার পথ তোমার থেকেই শুরু,
ইস্কুলেতে গিয়ে আমি পেয়েছি শিক্ষক
তখন থেকে তারা দেখালেন জীবনের গতিপথ।
শিক্ষকরা দিয়েছেন শিক্ষা, রেখেছেন আশিষের হাত
তাদের জন্য আলাদা কোন দিবসের নেই কো দরকার।।
No comments:
Post a Comment