ত্রিলোচন সাহিত্য ভুবন v


 আমার অহংকার

 -সৈয়দুল ইসলাম


বাংলা ভাষা মায়ের ভাষা
সোনার ছেলে তাই,
মায়ের ভাষার মান রাখিতে
জীবন দিল ভাই।

সালাম বরকত রফিক জব্বার
বাংলা ভাষার তরে,
হাসিমুখে মৃত্যু'টাকে
নিল আপন করে।

রক্তে কেনা বাংলা ভাষা
আমার অহংকার,
গর্ব আমার ভাষা শহীদ
স্মরি বারংবার।

বাংলা মাগো তোমার ছেলে
এইনা ভাষার মাসে,
কাব্য গানে কোটি প্রাণে
ফুলে ফুলে হাসে।

No comments:

Post a Comment