ত্রিলোচন সাহিত্য ভুবন v


 আমার অহংকার

 -সৈয়দুল ইসলাম


বাংলা ভাষা মায়ের ভাষা
সোনার ছেলে তাই,
মায়ের ভাষার মান রাখিতে
জীবন দিল ভাই।

সালাম বরকত রফিক জব্বার
বাংলা ভাষার তরে,
হাসিমুখে মৃত্যু'টাকে
নিল আপন করে।

রক্তে কেনা বাংলা ভাষা
আমার অহংকার,
গর্ব আমার ভাষা শহীদ
স্মরি বারংবার।

বাংলা মাগো তোমার ছেলে
এইনা ভাষার মাসে,
কাব্য গানে কোটি প্রাণে
ফুলে ফুলে হাসে।

Shubha Jit Datta (শুভ জিত দত্ত):  জমানো গল্প-শুভ জিত দত্ত যতই হারিয়ে যাওনা তুমিঠিক...

Shubha Jit Datta (শুভ জিত দত্ত):  জমানো গল্প-শুভ জিত দত্ত যতই হারিয়ে যাওনা তুমিঠিক...:  জমানো গল্প -শুভ জিত দত্ত যতই হারিয়ে যাওনা তুমি ঠিক সময়ে ফিরে এসো তোমার ছাড়া একলা আমি মন বসে না কাজে তোমার অপেক্ষা দীর্ঘ হলে আমার গল্প এল...


 জনপ্রিয় আবৃত্তির ববি বিশ্বাসের কন্ঠে অসাধারণ একটি আবৃত্তি


 জনপ্রিয় আবৃত্তির ববি বিশ্বাসের কন্ঠে অসাধারণ একটি আবৃত্তি



 জনপ্রিয় আবৃত্তির ববি বিশ্বাসের কন্ঠে অসাধারণ একটি আবৃত্তি





 জনপ্রিয় আবৃত্তির ববি বিশ্বাসের কন্ঠে অসাধারণ একটি আবৃত্তি


 স্বাধীনতা তুমি

  সৈয়দুল ইসলাম


স্বাধীনতা তুমি মায়ের কোলে
সাহসী খোকার আসন,
স্বাধীনতা তুমি সাতই মার্চের
অগ্নি ঝরা ভাষণ।

স্বাধীনতা তুমি মুজিবের কণ্ঠ
নবচেতনার জয়,
স্বাধীনতা তুমি মায়ের হাসি
ভোরের সূর্যোদয়।

স্বাধীনতা তুমি মুক্ত ভূমিতে
উড়ন্ত বিজয় নিশান,
স্বাধীনতা তুমি ভোর বিহানের
পাখির কলতান। 

স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা 
একটি সোনালী দিন,
স্বাধীনতা তুমি গৌরবের ধন
ভাবনায় সীমাহীন।

স্বাধীনতা তুমি কবির কলমে
বিদ্রোহী কবিতা গান,
স্বাধীনতা তুমি লাখো শহীদের
রক্তের অবদান।