ত্রিলোচন সাহিত্য ভুবন v
টুম্পা দত্ত
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনি জানিনা তুমি আসবে কবে
জানিনা কবে এসে বলবে তুমি আর কর না অপেক্ষা
যানি কবে এসে বলবে তুমি অপেক্ষার পালা শেষ
পাশাপাশি থকবো দুজন হবে জীবনের শেষ
শেষ থেকেই করবো শুরু পেয় না কো ভয় কখনো মনে রেখ আছে একজন
 ভালবাসা দিয়ে সে ভরে দিবে ভুবন হোক না শুরু শেষ থেকেই
আধার রাতের আলো হয়ে থাকবে তোমাই পাশে হোক না শুরু শেষ থেকেই

No comments:

Post a Comment