ত্রিলোচন সাহিত্য ভুবন v
টুম্পা দত্ত
গেথেছি নিজের হাতে বকুল ফুলের মালা তোমার জন্য,তুমি পড়বেতো মালা আমার হাতে।কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্যে মালা গেথে,তুমি আসছোনা কেন মালা যে শুকিয়ে গেল তোমারি অপেক্ষায় থেকে।তুমি কি আসবেনা পড়বেনা এই মালা,আমি কি অপেক্ষায় থাকবো হাতে নিয়ে মালা।।

No comments:

Post a Comment