হ্যায় প্রেম
মেহেদী হাসান বাবু
তোমরা ছুয়োনা আর আমায় হে আবেগ,,
জোড় হাত করি মিনতি,,
এই বিরহ হয় যেন জীবনের শেষ নিয়তী
জেগে ওঠো হে বিবেক
প্রেমের দহনে জ্বলছে সর্বাঙ্গে,,
ভালোবাসার আগুনে আগুনে ছাই
স্মৃতির চিতায় শুয়ে দেখি স্বপ্নের সঙ্গী নাই,,
শুধু আমি বিরহের গাঙ্গে
আহত হৃদয়ের নিহত চিত্ত
হলোনা প্রেমের ঠাই,,
প্রেম হুতাশন বিনা সাধের সঙ্গী নাই
শুধু আমি যাতনার ভৃত্য
জেনে শুনে হাসিমুখে করেছি বিষপান
ভালোবাসার প্রভাবে হতো আমৃত,,
আজ আমি প্রায়শই মৃত
এ হলো আমার প্রেমের অবসান
মেহেদী হাসান বাবু
তোমরা ছুয়োনা আর আমায় হে আবেগ,,
জোড় হাত করি মিনতি,,
এই বিরহ হয় যেন জীবনের শেষ নিয়তী
জেগে ওঠো হে বিবেক
প্রেমের দহনে জ্বলছে সর্বাঙ্গে,,
ভালোবাসার আগুনে আগুনে ছাই
স্মৃতির চিতায় শুয়ে দেখি স্বপ্নের সঙ্গী নাই,,
শুধু আমি বিরহের গাঙ্গে
আহত হৃদয়ের নিহত চিত্ত
হলোনা প্রেমের ঠাই,,
প্রেম হুতাশন বিনা সাধের সঙ্গী নাই
শুধু আমি যাতনার ভৃত্য
জেনে শুনে হাসিমুখে করেছি বিষপান
ভালোবাসার প্রভাবে হতো আমৃত,,
আজ আমি প্রায়শই মৃত
এ হলো আমার প্রেমের অবসান
No comments:
Post a Comment