Trilochan Shahito Vubon - ত্রিলোচন সাহিত্য ভুবন: July 2020 v
"প্রায়শ্চিত্ত "

গৌতম ঘোষ।


ভালো থেকো ভালো রেখো
করোনা কে, একসাথে রুখো
জীবন তরী বাইতে দিয়ো
ভালোবাসা বিলিয়ে দিয়ো।

এই তো দারুণ সময় এসেছে হাতে,
সকলকে কাছে টেনে নেও আপন করে,
আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, অতিথিবর্গ, 
যাদের রেখেছিলে দূরে বহু দূরে।

জীবনের প্রতিটি মুহুর্তকে ব্যাস্ত রেখেছিলে
অর্থ উপার্জন আর ভোগ বিলাসিতাতে,
কখনো কি ভেবেছো একবার তাদের,
যাদের ত্যাগ আর অবদানে, 
নিজেকে শ্রেষ্ঠ প্রমান করতে,
সরিয়ে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করতে,
বঞ্চিত করেছো তাদের সকলকে?

আয়নার সামনে দাঁড়িয়ে একান্ত আপনে
একমুহূর্ত নিজের সাথে একান্তে কথা বলে?
এখনো কি হয়না অনুশোচনা তোমার অন্তরে?

এখনো সময় আছে, অন্তর থেকে
নাও আপন করে, সব কিছু দূরে সরিয়ে 
দূর করে সব বাঁধা, মান-অপমান ভুলে
পাশে এসে দাঁড়াও, মনের কালিমা ত্যাগে
আনন্দে উঠুক ভরে, তোমার নতূন জীবন।।

কবিতা

{আচ্ছাদন}
রাণু সরকার 
=======================
অগ্নিচূর্ণে" শ্বাস গ্রহণ করতে কষ্টসাধ্য 
প্রণয় গলিত হয়ে প্লাবনের স্রোতের ন্যায় নকশাদ্বারা চিত্রণ!
ক্ষুদ্র দ্বার অস্পষ্ট প্রত্যাহার যোগ্য-কিছু অলীক কামনা সঞ্চিত ছিলো বহুকালের- প্রবীণে এসে জাগরুক চূড়ান্তরূপে!
ইচ্ছেরা উন্মাদ ডানায় ভর দিয়ে চেষ্টা চালানো!
বার্ধক্যের আড়ালে বর্ণময় আচ্ছাদন-সূক্ষ্ম বুদ্ধির প্রবীণ!
লুক্কায়িত ছিলো রহস্যময় নির্দোষ সারল্যে কাহিনী বিবসন উষ্ণতায় স্বর্গ বাস||