Trilochan Shahito Vubon - ত্রিলোচন সাহিত্য ভুবন: March 2023 v

কবিতা

 

       কলমাস্ত্র
   অর্পিতা মুখার্জী

শাসক যখন শোষক হয়
   আনন্দে মাতে যুদ্ধে,
কলম লেখে প্রতিবাদী ভাষা
   অন‍্যায়ের বিরুদ্ধে।
কার হাতে কিসের প্রতিকার?   
   কে দেবে কাকে দন্ড?
যুগে যুগে শুধু  সান্ত্বনা দেয়
   আইনের বিকৃত মানদন্ড।
সহায় সম্বল হারিয়ে যারা
   ধুঁকছে বাঁচার আশায়,
যন্ত্রণাটা বোঝে যদি কেউ...
   তাদের চোখের জলের ভাষায়।
জীবন থাকলে যাপন হবেই
   সাক্ষী পাষাণ হৃদয়,
চোখের জলেও আগুন ফিরুক
   কলমাস্ত্রের ভাষায়।


ফজিলা খাতুন এর দুটি লেখা



বসন্ত এলো

     ফজিলা খাতুন।

বছর ঘুরে এলো আবার বসন্ত দ্বারে

সবুজ শ্যামল গাছের ডালে ফুলের সমাহারে।

চোখ জুড়ানো রূপের বাহার শিমুলের গায়ে

মন মাতানো সুগন্ধ পাই আমের মুকুলে।

কৃষ্ণচুড়ার ফাঁকে বসে গাইছে পাখি গান

নাম না জানা হরেকরকম ফুলের সুবাস।

নতুন পাতা মন কেড়েছে গাছের শাখায়

কোকিল ডাকে কুহু কুহু মনের উন্মাদনায়।





আমার রংপুর

    ফজিলা খাতুন।

বাংলাদেশে পরিচিত নাম শোনা যায়

রূপের রানী তারই পাশে তিস্তা নদী বয়।

ঐতিহ্য অপরূপে আছে ভরপুর

সুখে দুঃখে সবাই হাসে সেটাই রংপুর।

সরল মনের মানুষ তারা গান গায় ভাওয়াইয়া

যমুনেশ্বরী,ঘাগড়া ,আছে করতোয়া

আরো আছে মহীয়সী বেগম রোকেয়া।

গানের সুরে মিশে আছে নাড়ির টান

এখনো বাজে পুরোনো মইশাল বন্ধুর গান।

রংপুরের কৃতি সন্তান জনগণের প্রাণ

হাসিভরা মুখটা তোমার হোসাইন এরশাদ।

পথের ধারে সারি সারি তামাক ভরা ক্ষেত

রংপুর তুমি ঐতিহ্যবাহী রূপের নাইকো শেষ।

কবিতা


জীবনের নৌকো

-সুচেতা অধিকারী 


জীবনের এই নৌকো,

নদীতে বয়ে যায়;

অবিশ্বাস,অমর্যাদা ও অবহেলিত এসব শব্দগুলো নিয়ে।

যা কিনা একটা সম্পর্কে থাকলে পরে,

সেই সম্পর্ক এক বছর কেনো একদিনও টেকেনা।

তাই জীবনের নৌকো তে স্থান একমাত্র,

বিশ্বাস,মর্যাদা,স্বাধীনতা এর মতো;

পসিটিভ শব্দগুলোর হওয়া উচিৎ।

 

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা