ত্রিলোচন সাহিত্য ভুবন: November 2021 v

  ঘাসফুল

কলমে : সুমিত্রা পাল


প্রকৃতির কোলে বেড়ে ওঠা, আমি এক ঘাসফুল,
অনাদরে অবহেলায় বড় হই, নেই খ্যাতনামা কূল।
দেখেও কখনও দেখেনা কেউ, মারিয়ে যায় চলে ,
কেউ হাতে তুলে নেয় না, সুগন্ধ নেই বলে।
আমার রূপে ভরেনা কোনো প্রেমিকের মন ,
তবুও আমি ফুটে উঠি ,ভরে দিই ঘাস বন।
আমার জায়গা নেই, ওই দামি ফুলদানিতে ,
চুপচাপ পড়ে থাকি, নরম সবুজ ঘাসের বুকেতে ।
এত অনাদর এত অবহেলা তবুও আমি ফুটি ,
ভোরের শিশির মেখে সূর্যের আলোয় আমি উঠি। বাতাসের দোলায় আমার লাগে শিহরণ,
কি এক সুখে ,ভরে ওঠে প্রাণ মন ।
আমি দুলে দুলে উঠি, খিলখিল হাসি ,
ভুলে যায় সব ব্যথা ,নতুন এক খুশিতে ভাসি ।
মনে ভাবি ,নাইবা হলাম গোলাপ কিংবা রজনীগন্ধা ,
আমি তো আমার মতই ফুটে উঠবো সকাল-সন্ধ্যা ।
আমি ঘাসফুল নতুন আলো  জ্বালবো ,
শস্য শ্যামল প্রকৃতির বুকে শুভ্রতা আনব।।
                          (সমাপ্ত)