ত্রিলোচন সাহিত্য ভুবন v

 *লকডাউনে সুরানিদ্রা*

   *আশিস বন্দ্যোপাধ্যায়*


সন্ধ্যা-রাত্রে সেবা বাবু

নেশার ঘোরে হলেন কাবু,

স্বপ্ন দেখেন হাসপাতালে

প্রবল জ্বরে সাতসকালে,

বাঙ্গুর না বেলেঘাটা ?

এ জ্বর নয়কো সাদামাটা,

ডাক্তার কই ? ওষূধ কই ?

উড়ছে শুধু কটা চড়ুই ,

রোগীরা সব নিখোঁজ নাকি 

কাশছে বসে মধু গড়ুই।

প্রানটা বুঝি যায় বেঘোরে,

মনে জাগে হঠাৎ সন্দ -

নাকে পান হঠাৎ তিনি 

 মড়া পোড়ার গন্ধ।


চমক ভাঙে ঘুমের ঘোরের

   শুনে গিন্নির কন্ঠ,

"দুপুর দেড়টা, শুয়ে ছিলে

     কাল গিলে আকন্ঠ।"

---অ্যালকোহলে হাত ধুতে তো 

     বিজ্ঞাপণেই বলে, 

অমূল্য মদে হাত ধোবে 

(তাই) সুরা গলায় ঢালে।


 ত্রিলোচন সাহিত্য ভুবনের প্রথম শরৎ সংখ্যা পুনর্যোজন সকলকে পড়ার অনুরোধ জানাই

প্রথম সংখ্যার অনাকাঙ্ক্ষিত ভুল গুলোর জন্য আন্তরিক ভাবে দুঃখিত।।

https://drive.google.com/file/d/1RAZbEnmw6Mfsajf3wesNWosQQO0T2q9n/view?usp=drivesdk

 ত্রিলোচন সাহিত্য ভুবন এর প্রথম সংখ্যা পুনর্যোজন
























 ত্রিলোচন সাহিত্য ভুবনের প্রথম সংখ্যার জন্য লেখা আহবান

প্রথম সংখ্যা PDF আকারে প্রকাশ করা হবে

trilochanshahitovubon.blogspot.com

গদ্য কবিতা শিক্ষক দিবস
কলমে বানীব্রত 


তুমি আমার পরম প্রিয় তুমি আমার গুরু
তুমি আমার ঞ্জানের আলো তোমাতেই আমার শুরু,
লেখা পড়া খেলাধুলা সব কিছুতেই তুমি
তোমার আশিষে দেখেছি আমি এই জন্মভুমি।

মা, তুমিই হলে আমার প্রথম শিক্ষা গুরু
জীবনের চলার পথ তোমার থেকেই শুরু,
ইস্কুলেতে গিয়ে আমি পেয়েছি শিক্ষক
তখন থেকে তারা দেখালেন জীবনের গতিপথ। 
শিক্ষকরা দিয়েছেন শিক্ষা, রেখেছেন আশিষের হাত
তাদের জন্য আলাদা কোন দিবসের নেই কো দরকার।।