*লকডাউনে সুরানিদ্রা*
*আশিস বন্দ্যোপাধ্যায়*
সন্ধ্যা-রাত্রে সেবা বাবু
নেশার ঘোরে হলেন কাবু,
স্বপ্ন দেখেন হাসপাতালে
প্রবল জ্বরে সাতসকালে,
বাঙ্গুর না বেলেঘাটা ?
এ জ্বর নয়কো সাদামাটা,
ডাক্তার কই ? ওষূধ কই ?
উড়ছে শুধু কটা চড়ুই ,
রোগীরা সব নিখোঁজ নাকি
কাশছে বসে মধু গড়ুই।
প্রানটা বুঝি যায় বেঘোরে,
মনে জাগে হঠাৎ সন্দ -
নাকে পান হঠাৎ তিনি
মড়া পোড়ার গন্ধ।
চমক ভাঙে ঘুমের ঘোরের
শুনে গিন্নির কন্ঠ,
"দুপুর দেড়টা, শুয়ে ছিলে
কাল গিলে আকন্ঠ।"
---অ্যালকোহলে হাত ধুতে তো
বিজ্ঞাপণেই বলে,
অমূল্য মদে হাত ধোবে
(তাই) সুরা গলায় ঢালে।