জনপ্রিয় আবৃত্তির ববি বিশ্বাসের কন্ঠে অসাধারণ একটি আবৃত্তি
স্বাধীনতা তুমি
সৈয়দুল ইসলাম
স্বাধীনতা তুমি মায়ের কোলে
সাহসী খোকার আসন,
স্বাধীনতা তুমি সাতই মার্চের
অগ্নি ঝরা ভাষণ।
স্বাধীনতা তুমি মুজিবের কণ্ঠ
নবচেতনার জয়,
স্বাধীনতা তুমি মায়ের হাসি
ভোরের সূর্যোদয়।
স্বাধীনতা তুমি মুক্ত ভূমিতে
উড়ন্ত বিজয় নিশান,
স্বাধীনতা তুমি ভোর বিহানের
পাখির কলতান।
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা
একটি সোনালী দিন,
স্বাধীনতা তুমি গৌরবের ধন
ভাবনায় সীমাহীন।
স্বাধীনতা তুমি কবির কলমে
বিদ্রোহী কবিতা গান,
স্বাধীনতা তুমি লাখো শহীদের
রক্তের অবদান।
নতুন বছরের শপথ
--------- সৈয়দুল ইসলাম
নতুন বছর নতুন রূপে
শপথ গ্রহণ করি,
সত্য ন্যায়ের আলো দিয়ে
জীবনটারে গড়ি।
হিংসা বিদ্বেষ অহং ভুলে
চলবো একই পথে,
মিথ্যাচারে কান না দিয়ে
লড়বো সবার মতে।
স্রষ্টার সেরা সৃষ্টি মোরা
একে অন্যের তরে,
সুখে দুঃখে থাকবো পাশে
রোদ বৃষ্টি আর ঝড়ে।
দেশ মাটিকে ভালোবেসে
লড়বো বীরের মত,
দুর্নীতিকে ঘৃণা করে
চলবো অবিরত।
ঘাসফুল
কলমে : সুমিত্রা পাল
প্রকৃতির কোলে বেড়ে ওঠা, আমি এক ঘাসফুল,
অনাদরে অবহেলায় বড় হই, নেই খ্যাতনামা কূল।
দেখেও কখনও দেখেনা কেউ, মারিয়ে যায় চলে ,
কেউ হাতে তুলে নেয় না, সুগন্ধ নেই বলে।
আমার রূপে ভরেনা কোনো প্রেমিকের মন ,
তবুও আমি ফুটে উঠি ,ভরে দিই ঘাস বন।
আমার জায়গা নেই, ওই দামি ফুলদানিতে ,
চুপচাপ পড়ে থাকি, নরম সবুজ ঘাসের বুকেতে ।
এত অনাদর এত অবহেলা তবুও আমি ফুটি ,
ভোরের শিশির মেখে সূর্যের আলোয় আমি উঠি। বাতাসের দোলায় আমার লাগে শিহরণ,
কি এক সুখে ,ভরে ওঠে প্রাণ মন ।
আমি দুলে দুলে উঠি, খিলখিল হাসি ,
ভুলে যায় সব ব্যথা ,নতুন এক খুশিতে ভাসি ।
মনে ভাবি ,নাইবা হলাম গোলাপ কিংবা রজনীগন্ধা ,
আমি তো আমার মতই ফুটে উঠবো সকাল-সন্ধ্যা ।
আমি ঘাসফুল নতুন আলো জ্বালবো ,
শস্য শ্যামল প্রকৃতির বুকে শুভ্রতা আনব।।
(সমাপ্ত)
কবিতা
রেজাল্ট
-দীপান্বিতা দত্ত
বুক দুরু, দুরু কাঁদো ,কাঁদো মুখ
এই বুঝি এলো রেজাল্ট
কি হয় ! কি হয়! মনে বড় ভয়
জানবে যে ফল সবাই
একে একে বন্ধুদের সবার রেজাল্ট এলো
কেউ করেছে ফেল ,আবার কেউ করেছে ভালো
ফেল করেছে যে,সেই তো বোঝে
ফিল করার কত কষ্ট
একটি বছর জীবনটাকে
করেছে দেবে নষ্ট।
প্রতিবেশীরা সবাই এসে
সমালোচনা করে
বলে,পড়তে না বসে সারা বছর
টিভি দেখ গিয়ে ঘরে।
মনের ব্যথা কেউ বুঝবে না
সবাই দেবে গালি
একটা বছর জীবনটা আমার
হল যে ফালি ফালি।
বন্ধুদের ছাড়া কি করে আমি
নিব যে নিশ্বাস
এসব কথা ভেবে আমার করতেই হবে পাস।।
Subscribe to:
Posts (Atom)