ত্রিলোচন সাহিত্য ভুবন v

সাহিত্যের খোঁজ


 

বাংলা সাহিত্য

অনলাইন বাংলা সাহিত্য পত্রিকাসমূহের কর্ণার

যেখানে দেখা পাওয়া যায় বাংলা সাহিত্যের অনলাইন পত্রিকা গুলোর এক বিশাল সম্ভার ।দেখলে মনে হয় সব  অনলাইন সাহিত্য পত্রিকা যেন আজ একই বাঁধনে বাঁধা।বাংলা সাহিত্যের যে নতুন ধারা সৃষ্টি হতে চেলেছে তার আভাস পাওয়া যায় “বাংলা সাহিত্য” আজ এক নতুন ধারার সৃষ্টি করেছে সেখানে সব অনলাইন সাহিত্য পত্রিকা গুলোর এক বিশাল সমাহার তৈরি হয়েছে।বাংলা সাহিত্যের এক আলোকিত যুগের সুচনা হতে চলেছে এর মাঝে যেন তার প্রকাশ ঘটে। তার যে স্বপ্ন দেখতে শুরু করেছে তাদের স্বপ্ন পূরণের সহকর্মী “ত্রিলোচন সাহিত্য ভুবন” ।এগিয়ে চলুক তারে এই পথ চলা ।আপনিও সময় পেলে ঘুরে আসুন তাদের আয়োজনে দেখতে ক্লিক করুন নিচের লিংকে।

 বাংলা সাহিত্য

লেখা আহ্বান

 লেখা আহ্বান

২০২৩ এ স্বপ্নউড়ান  প্রকাশনের বার্ষিক অনুষ্ঠানে প্রকাশিতব্য মুদ্রিত বই  ’বইপ্রেমী মানুষদের কাহিন ’ 

 স্বপ্ন উড়ান প্রকাশনের বার্ষিক অনুষ্ঠানের নিবেদনে  ২০২৩-এ মুদ্রিত রূপে আসতে চলেছে একটি কবিতা ও অনুগল্প সংকলন  বইপ্রেমী মানুষদের কাহিনীএই উপলক্ষ্যে প্রিয় সাহিত্যিকদের মুদ্রিত সংকলনে লেখার আহ্বান জানাই।নির্বাচিত কবি ও লেখক বন্ধুদের জন্য থাকছে সম্মানসূচক শংসাপত্র ও মেডেল।কবিতা ও অনুগল্পের বিষয় উন্মুক্ত তবে কোন রাজনৈতিক বা ধর্মীয় উস্কানিমূলক লেখা গ্রহণযোগ্য নয়।অনধিক ২৪ লাইনের মধ্যে একটি কবিতা পাঠাবেন অথবা অনধিক ৩০০ শব্দের একটি অনুগল্প পাঠাবেন।নিয়মাবলী ভালো করে পড়ে লেখা পাঠান 

নিয়মাবলী

  • *লেখা মেইল বডিতে বাংলায় টাইপ করে পাঠাতে হবে।কবিতা ও অনুগল্পের বিষয় উন্মুক্ত, তবে কোন *রাজনৈতিক বা ধর্মীয় উস্কানিমূলক লেখা গ্রহণযোগ্য নয়।
  • লেখক / লেখিকা তার লেখার যতিচিহ্ন , বানান, ব্যাকরণের দিকে অবশ্যই নজর রাখবেন।
  • মনে রাখতে হবে লেখার গুণগত মান সবার আগে, আপনার লেখাটি নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। 
  • সম্পূর্ণ অপ্রকাশিত, স্বরচিত কবিতা পাঠাবেন। প্রকাশের পর জানা গেল অন্যের লেখা নিজের নামে পাঠিয়ে দিয়েছেন তাতে সম্পাদক ও প্রকাশনীর কোনপ্রকার দায়বদ্ধতা থাকবে না, প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • লেখার সাথে মেইলের সাবজেক্টে বাংলায় বিষয় (কবিতা নাকি অনুগল্প) আপনার নাম  ও সংকলনের নাম জানানো বাধ্যতামূলক।
  • লেখার শেষে নীচে ইংরেজিতে নিজের নাম , সম্পূর্ণ ঠিকানা , পিন কোড, অ্যাকটিভ মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ  নম্বর অবশ্যই জানিয়ে দেবেন ।

লেখা পাঠানোর শেষ  ৩০ এ মার্চ 

সংকলনটি সম্পর্কে যেকোন জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করুন সম্পাদক সুচেতা অধিকারীর সাথে।

৬২৯১৬৩২৮১৬

পুনশ্চ-আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারক।তাই একটি সৌজন্য সংখ্যা নিয়ে নিলে খুবই উপকার হয়।তবে সৌজন্য সংখ্যা যে কিনতেই হবে,এরম কোনো বাধ্যতামূলক কিছু নেই।আর যদি কেও ভেবে থাকেন যে সৌজন্য সংখ্যা নিলেই লেখা মনোনীত হবে।তাহলে সেক্ষেত্রে জানিয়ে রাখি।তা একদমই নয়।লেখার গুণগত মান এর ওপর নির্ভর করেই আমরা লেখনী মনোনীত করে থাকি।

ধন্যবাদান্তে বিনীত সম্পাদক – 

সুচেতা অধিকারী