ত্রিলোচন সাহিত্য ভুবন v

  ঘাসফুল

কলমে : সুমিত্রা পাল


প্রকৃতির কোলে বেড়ে ওঠা, আমি এক ঘাসফুল,
অনাদরে অবহেলায় বড় হই, নেই খ্যাতনামা কূল।
দেখেও কখনও দেখেনা কেউ, মারিয়ে যায় চলে ,
কেউ হাতে তুলে নেয় না, সুগন্ধ নেই বলে।
আমার রূপে ভরেনা কোনো প্রেমিকের মন ,
তবুও আমি ফুটে উঠি ,ভরে দিই ঘাস বন।
আমার জায়গা নেই, ওই দামি ফুলদানিতে ,
চুপচাপ পড়ে থাকি, নরম সবুজ ঘাসের বুকেতে ।
এত অনাদর এত অবহেলা তবুও আমি ফুটি ,
ভোরের শিশির মেখে সূর্যের আলোয় আমি উঠি। বাতাসের দোলায় আমার লাগে শিহরণ,
কি এক সুখে ,ভরে ওঠে প্রাণ মন ।
আমি দুলে দুলে উঠি, খিলখিল হাসি ,
ভুলে যায় সব ব্যথা ,নতুন এক খুশিতে ভাসি ।
মনে ভাবি ,নাইবা হলাম গোলাপ কিংবা রজনীগন্ধা ,
আমি তো আমার মতই ফুটে উঠবো সকাল-সন্ধ্যা ।
আমি ঘাসফুল নতুন আলো  জ্বালবো ,
শস্য শ্যামল প্রকৃতির বুকে শুভ্রতা আনব।।
                          (সমাপ্ত)

কবিতা

রেজাল্ট

  -দীপান্বিতা দত্ত

বুক দুরু, দুরু কাঁদো ,কাঁদো মুখ

এই বুঝি এলো রেজাল্ট

কি হয় ! কি হয়! মনে বড় ভয়

জানবে যে ফল সবাই

একে একে বন্ধুদের সবার রেজাল্ট এলো

কেউ করেছে ফেল ,আবার কেউ করেছে ভালো

ফেল করেছে যে,সেই তো বোঝে

ফিল করার কত কষ্ট

একটি বছর জীবনটাকে

করেছে দেবে নষ্ট।

প্রতিবেশীরা সবাই এসে

সমালোচনা করে

বলে,পড়তে না বসে সারা বছর

টিভি দেখ গিয়ে ঘরে।

মনের ব্যথা কেউ বুঝবে না

সবাই দেবে গালি

একটা বছর জীবনটা আমার

হল যে ফালি ফালি।

 বন্ধুদের ছাড়া কি করে আমি

নিব যে নিশ্বাস

এসব কথা ভেবে আমার করতেই হবে পাস।।
 

কবিতা

কলেজ

-দীপান্বিতা দত্ত

কলেজ মানে মিষ্টি স্মৃতি

নতুন সব নিয়ম নীতি

নতুন স্যার নতুন বন্ধু

নতুনভাবে পরিচিতি।

কলেজ মানে অলস হয়ে

ক্লাস কামাই করার ভান

কলেজ মানে বন্ধুদের সাথে

গল্প করার প্লান।

কলেজ মানে কিছু স্যারের

মিষ্টি মধুর গল্প

কলেজ মানেই সবার সাথে

আড্ডা অল্পস্বল্প।

কলেজ মানেই দুইটি বছর

হেঁটে যাওয়া আসা

কলেজ মানে বড় হওয়ার

বুক ভরা আশা।

কলেজ মানে ফাইন দেয়া

পড়া ধরার ভয়

কলেজ মানে পরীক্ষার হলে

হামাগুড়ি নয় ছয়।

কলেজ মানে কৈশোরকালে

সবুজ নিস্তেজ স্বপ্ন

কলেজ মানেই ঢোকার পর

নানা বিদ্যায় মগ্ন।

কলেজ মানে স্বল্প কথায়

অল্প অভিমান

কলেজ মানে সময় পেলে

একটু-আধটু গান।

আমার কাছে এই কলেজ

সবার থেকে সেরা

মীর মশাররফ ডিগ্রি কলেজ

ভালোবাসা দিয়ে ঘেরা।।
 

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

 ত্রিলোচন সাহিত্য ভুবনের এর সাহিত্য পত্রিকা এখন থেকে প্রতি সপ্তাহে শনিবার প্রকাশিত হবে বর্ষ প্রথম সংখ্যা ২য় তারিখ:২৪ জুলাই ২০২১





সাপ্তাহিক সাহিত্য পত্রিকা


 ত্রিলোচন সাহিত্য ভুবনের এর সাহিত্য পত্রিকা এখন থেকে প্রতি সপ্তাহে শনিবার প্রকাশিত হবে বর্ষ প্রথম সংখ্যা প্রথম তারিখ:১০জুলাই ২০২১

 







লিটারেচার আত্মপ্রকাশ সংখ্যা

 প্রকাশিত হলো সাহিত্যের কাগজ লিটারেচার অমিত কুমার কুন্ডু সম্পাদিত ঈদ সংখ্যায় প্রকাশিত হলো অনেক খ্যাতিমান লেখকদের লেখা। তার এই প্রকাশনার মাধ্যমে সাহিত্যের নতুন একটি পত্রিকার যাত্রা শুরু হলো