Trilochan Shahito Vubon - ত্রিলোচন সাহিত্য ভুবন: কবিতা v

কবিতা

 একবিংশ শতাব্দীতে

- মৌ সাহা




একবিংশ শতাব্দীতে:

বাঁচবার কিছু নির্দিষ্ট স্বপ্ন থাকা প্রয়োজন। 

কিছু কাছের মানুষ প্রয়োজন, 

কিছু সুন্দর ফুল প্রয়োজন, 

কিছু সুন্দর মেঘ দেখানো আকাশ প্রয়োজন-

কিছু সবুজ ঘাসে পদক্ষেপ প্রয়োজন! 

কিছু নদী প্রয়োজন, একটা দুটো নৌকো প্রয়োজন-

প্রয়োজন কিছু বাতাস, কিছু গান, কিছু হাসি- কিছু চাহনি!-

আর সবচেয়ে বেশি প্রয়োজন 'স্থায়ীত্ব'!

তুমি সারাজীবন এক শহরে এক ঘর মানুষের সাথে আছো-

কাউকে বদল দেখোনি, কারোর অবহেলা দেখোনি!

তবে বলবো-' তুমি সৌভাগ্যবান!'

সে সৌভাগ্য আমার হয় নি!

আমি ক্রমশ কাছের মানুষদের নীল জোছনায় নির্মোক খুলে-

অগ্রহায়ণের ধান ক্ষেতে ইঁদুরের গর্তে পালাক্রমে উবে যেতে দেখেছি।


সৌভাগ্যবান,

তুমি কীভাবে বুঝবে?- মন কীভাবে মৌসুম বদলায়!

হাওয়া কীভাবে পালে দোল দেয়-

কীভাবেই নতুন নতুনে অভিযোজিত হতে হয়!

পাপী সেই মানুষগুলোই- 

যারা কারোর মাটি কেড়ে নেয়-

আর সবচেয়ে পাপী?-

সেসব অস্থায়ী অস্তিত্বরা!




No comments:

Post a Comment