ত্রিলোচন সাহিত্য ভুবনের শারদ সংখ্যা অপ্রৌধা ১৪৩২
অবশেষে প্রতীক্ষার অবসান...
ত্রিলোচন সাহিত্য ভুবনের শারদ সংখ্যা “অপ্রৌধা ১৪৩২” প্রকাশিত হলো।
এই সংখ্যা কেবল একটি পত্রিকা নয়, এটি আপনাদের সবার ভালোবাসার ফসল, লেখক-পাঠকের হৃদয়ের মেলবন্ধনে গড়ে উঠুক সাহিত্যের এই পবিত্র ভুবনে।এ সংখ্যায় একত্র হয়েছে নতুন-পুরোনো লেখকের সৃজনশীলতা, সাহিত্যের সৌরভ ও উৎসবের উচ্ছ্বাস।
লেখক-পাঠক-সাহিত্যপ্রেমী সবার কাছে রইলো আমন্ত্রণ—
চলুন, একসঙ্গে সাহিত্যের এই যাত্রাকে আরও সমৃদ্ধ করি।আমাদের এই আয়োজনে দুই বাংলার গুণী লেখকদের অনন্য লেখায় সমৃদ্ধ হয়েছে অপ্রৌধা ১৪৩২, যুক্ত করেছে নতুন মাত্রা। শারদীয় উৎসবের খুশির রঙে রঙিন হোক এই সাহিত্য আয়োজনে।এই আয়োজন কেবল আমাদের নয়—এটি সকল লেখক ও পাঠকের। আপনাদের ভালোবাসা ও উৎসাহেই এগিয়ে চলেছে ত্রিলোচন সাহিত্য ভুবন।