সাপ্তাহিক সাহিত্য পত্রিকা অপ্রৌধা
নতুন বছরের প্রথম সূর্যোদয়, সৃজনের নতুন পথচলা
পুরনো বছরের ক্লান্তি মুছে ক্যালেন্ডারের পাতায় আজ নতুন এক অধ্যায়। আর এই নতুন বছরে সাহিত্যের আঙিনায় নতুন প্রাণের স্পন্দন নিয়ে আসছে ত্রিলোচন সাহিত্য ভুবন।
আমাদের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা 'অপ্রৌধা'-র নতুন বছরের প্রথম সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে। সাদা পাতায় কালোর আঁচড়ে, শব্দের বুননে আমরা সাজিয়েছি এবারের আয়োজন। ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয়। সম্পাদনায় কবি শুভ জিত দত্ত এবং চোখ রাখুন ত্রিলোচন সাহিত্য পত্রিকার ফেসবুক পেজ ও গ্রুপে।
.png)
.png)
.png)
No comments:
Post a Comment