প্রকাশিত হলো ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা । এই সংখ্যায় দেশ ও বিদেশের সম্মানীয় কবিদের কবিতায় সমৃদ্ধ হয়েছে সংকলনটি । সকল সম্মানীয় কবিদের শুভেচ্ছা ও অভিনন্দন।।
বন্যা সর্বনাশী
---- সৈয়দুল ইসলাম
সুনামগঞ্জ আর সিলেট জেলায়
বন্যা দেখা দিলো,
ধনী গরিব সবার মুখের
হাসি কেড়ে নিলো।
রাস্তাঘাট আর বসতভিটার
পানির নিচে ঠাঁই,
দুর্বিপাকে লাখো মানুষ
যাওয়ার জায়গা নাই।
খাবার কিছু নেই ঘরেতে
দুর্বিসহ ক্ষণ,
অবুঝ শিশুর জন্য কাঁদে
মা জননীর মন।
উজান ঢলের প্রবল স্রোতে
নদী পাড়ের বাড়ি,
বিলীন হচ্ছে নদী গর্ভে
হায়রে আহাজারি!
সোনার ধানে ভরবে গোলা
ছিলো মুখে হাসি,
মুখের খাবার কেড়ে নিলো
বন্যা সর্বনাশী।
আঁধার রাত
অরবিন্দ মাজী
ইদানীং দিনগুলোকেও রাত মনে হয়,
ঘুটঘুটে আঁধার রাত,
এখন দিন খুঁজতে খুঁজতে হন্যে হতে হয়
প্রতিটিদিনের প্রতটি মুহূর্ত।
দিন খোঁজা আর শেষ হয় না।
চারিদিকে শুধুই ঘন কালো আঁধার রাত।
বোধহয় ইদানীং সূর্যটা আর উঠতে চায় না,
ফুল ফোটাতেও চায় না,
ফুলের সুবাস নিতে দেবেনা বলেই
কতদিন সূর্য উঠা ভোর দেখা হয়নি,
কতদিন ফুলফোটা দেখা হয়নি,
কতোদিন ঝকঝকে সকলের সোনলি
আলো দেখা হয়নি।
এখন রাত, রাত, রাত, শুধুই আঁধার রাত
রমজান মাসে
----- সৈয়দুল ইসলাম
তারিখ: ০৯/০৪/২০২২
একটি বছর ঘুরে আসে
মাহে রমজান,
দিবানিশি তাইতো করি
প্রভুর গুণগান।
সেহরি খেয়ে রোজা রাখি
আল্লাহরই ভয়ে,
জান্নাত পাওয়ার আশে কষ্ট
নীরবে যাই সয়ে।
রহমতের এই রমজান মাসে
আল্লাহ্ সুমহান,
ত্রিশ পারাতে নাযিল করেন
পবিত্র কুরআন।
বেশি বেশি পড়লে কুরআন
শান্তি লাগে দিলে,
নামাজ আর দরূদেই বুঝি
প্রভুর দিদার মিলে।
দান খয়রাতে সওয়াব মিলে
একে সাতাশ গুণ,
পবিত্র এই রমজান মাসে
পূণ্যের কাজ করুন।
আমার অহংকার
-সৈয়দুল ইসলাম
বাংলা ভাষা মায়ের ভাষা
সোনার ছেলে তাই,
মায়ের ভাষার মান রাখিতে
জীবন দিল ভাই।
সালাম বরকত রফিক জব্বার
বাংলা ভাষার তরে,
হাসিমুখে মৃত্যু'টাকে
নিল আপন করে।
রক্তে কেনা বাংলা ভাষা
আমার অহংকার,
গর্ব আমার ভাষা শহীদ
স্মরি বারংবার।
বাংলা মাগো তোমার ছেলে
এইনা ভাষার মাসে,
কাব্য গানে কোটি প্রাণে
ফুলে ফুলে হাসে।
Shubha Jit Datta (শুভ জিত দত্ত): জমানো গল্প-শুভ জিত দত্ত যতই হারিয়ে যাওনা তুমিঠিক...
Shubha Jit Datta (শুভ জিত দত্ত): জমানো গল্প-শুভ জিত দত্ত
যতই হারিয়ে যাওনা তুমিঠিক...: জমানো গল্প -শুভ জিত দত্ত যতই হারিয়ে যাওনা তুমি ঠিক সময়ে ফিরে এসো তোমার ছাড়া একলা আমি মন বসে না কাজে তোমার অপেক্ষা দীর্ঘ হলে আমার গল্প এল...
Subscribe to:
Posts (Atom)